একুশের শহিদ সমাবেশে নয়া শপথ,দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা মমতার
Mamata's message to fight against corruption

The Truth of Bengal: তৃণমূল করতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে, নম্র হতে হবে। বাড়ি –গাড়ির চেয়ে হেঁটে বা সাইকেলে ঘুরুন,যাঁরা ভোট দেননি তাঁদের কাছে ক্ষমা চান। একুশের মঞ্চ থেকে কর্মীদের সততা,স্বচ্ছতাও সামাজিক দায়বদ্ধতা রক্ষার পাঠ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভিড়েঠাসা সমাবেশে দলনেত্রীর বার্তা,তিনি বিত্তবান নন,বিবেকবান কর্মী চান। তৃণমূল কংগ্রেস কর্মীদের ,দুর্নীতির কাছে মাথা নত না করার শপথ নেওয়ার ডাকও দেন তৃণমূল সুপ্রিমো।
একুশের শহিদ স্মরণ অনুষ্ঠান মানেই তৃণমূল কংগ্রেসের কাছে বড় আবেগের,বৃহত্তর স্বার্থে আত্মত্যাগের অঙ্গীকার করার দিন।প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার শহিদ মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের আগামীর কর্তব্য,সামাজিক দায়বদ্ধতা ও আদর্শ রক্ষার অঙ্গীকার নেওয়ার ডাক দেন। বৃষ্টি উপেক্ষা করেই লক্ষ লক্ষ মানুষ দলনেত্রী তথা ১১৯৩-এর গণতন্ত্র বাঁচাওয়ের কান্ডারীর কথা শোনেন গভীর মনযোগ দিয়ে।জনারণ্যের মাঝে দলীয় কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তৃণমূল সুপ্রিমো। সর্বস্তরের কর্মীদের তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে। যেখানে যেখানে জিতেছেন, সেখানে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন। যেখানে যেখানে আমরা জিতনি, সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। মনে রাখবেন গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা ভাল। তৃণমূল স্তরের কর্মীদের জননেত্রী বলেন অন্যায় করলে তৃণমূলকে ছাড়বো না। অন্যায় করবেন না,অন্যায়কে প্রশয় দেবেন না। লোভ করবেন না,যা পাবেন তাই নিয়ে থাকতে হবে ,একথাও লড়াকু কর্মীদের বুঝিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মানুষকে যাঁরা পরিষেবা দেবে না তাঁদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়ে দেন তিনি। দলীয় নেতা-কর্মীদের শৃঙ্খলা রক্ষা করা,সামাজিক কাজে বেশি করে অংশ নেওয়ার ওপরও জোর দেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, ‘ তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল, যারা লোকসভায় ৩৮ শতাংশ নির্বাচিত প্রতিনিধি পাঠিয়েছে।তারাই জাতীয় রাজনীতির সম্পদ বলেও স্পষ্ট করেন। আশ্বস্ত করেন, সাম্প্রদায়িকতা,ভাগাভাগির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সমাজসেবার আদর্শ নিয়ে যে ভবিষ্যত বাংলা তথা দেশ গড়ার কাজে এগিয়ে চলবে মেগা সমাবেশে রোডম্যাপও ঠিক করে দেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।