গার্ডেনরিচে মুখ্যমন্ত্রী,বেআইনি কাজ বরদাস্ত নয়, কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee's stern message to Chief Minister, Illegal work is not tolerated in Gardenrich

The Truth of Bengal: গার্ডেনরিচের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় প্রাণ যায় কয়েকজনের অভিযোগ, প্রোমোটারদের একাংশ বেআইনিভাবে বাড়ি তৈরি করার জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রমজান মাসের মাঝে এই বহুতলের বিপর্যয়ের কথা জানার পরই বসে থাকতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে সোমবার দ্রুত পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বজনহারানো মানুষের কাছে গিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন, যাঁরা বেআইনি কাজ করছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আর যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের বাড়ি তৈরি করে দিতে বলা হবে। যেভাবে মাথায় ব্যান্ডেজ নিয়েও মানবিক মুখ্যমন্ত্রী অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাতে আশ্বস্ত বোধ করছেন গার্ডেনরিচের মানুষ।
- গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে সোমবার দ্রুত পৌঁছে যান মুখ্যমন্ত্রী
- মুখ্যমন্ত্রী সহমর্মিতা প্রকাশ করে জানান, আমরা মর্মাহত
- উদ্ধারকারীদের ভিতরে ঢুকতে সময় লেগেছে
- ঘিঞ্জি এলাকায় বহুতল ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে
- বেআইনি কাজ কোনওভাবেই প্রশাসন বরদাস্ত করবে না
- নিহতদের দেওয়া হবে ৫লক্ষ টাকা সাহায্য
- গার্ডেনরিচের আহতদের রাজ্য দেবে ১লক্ষ টাকা
প্রশাসনিক প্রধান আরও বার্তা দেন,এটা খুব ঘিঞ্জি এলাকা, মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন।প্রশাসন দুর্ঘটনাগ্রস্তদের পাশে রয়েছে। প্রশাসনিক প্রধান.বুঝিয়ে দেন,আইনের পরিধির মধ্যে থেকে সবাইকে কাজ করতে হবে।কোনওরকম বেআইনি বাড়ি তৈরি বরদাস্ত করবে না প্রশাসন।যাঁরা বেআইনি বাড়ি তৈরি করতে চান,তাঁদের ভাবা দরকার, আশপাশে যাঁরা আছেন, তাঁদের যাতে ক্ষতি না হয়। রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রীর কড়া বার্তা,অবৈধ বাড়ি তৈরির অবাঞ্চিত সম্ভাবনা রোধ করতে প্রশাসন প্রয়োজনে নিরপেক্ষ ভূমিকা নেবে।
যাঁদের স্বজন মারা গেছেন,তাঁদের পরিবারের পাশে রা্জ্য সরকার দাঁড়াবে। যাঁদের বাড়ি ভেঙেছে,তাঁদের বাড়ি তৈরি করে দিতে প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।প্রশাসনিক প্রধান যেভাবে মাথায় ব্রান্ডেজ নিয়েও দুর্ঘটনাগ্রস্ত মানুষকে ভরসা দিলেন তাতে তাঁরা আশ্বস্ত বোধ করছেন।মানবিক পথে প্রশাসন উদ্ধারকাজের মতোই বাড়ি সারানো ও পুণরায় গড়ে দেওয়ার এই গণ-উদ্যোগ নেওয়ায় তা আলাদা সমাজেও বিশেষ বার্তা বহন করছে বলা যায়।সবার মাথার ছাদ আর পেটের খিদে মেটাতে রাজ্যের যে তত্পরতা তাও যথেষ্ট ছাপ রাখছে বলা যায়। সম্প্রতি, বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর।তাই এখন চিকিত্সকদের পরামর্শমতো বাড়িতেই রয়েছেন।এই অবস্থায় কপালে চোট লাগা বা রক্তক্ষরণের মতো ঘটনার পরেও তিনি ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনিক প্রধান। ঝুঁকি নিয়েও চলে যান গ্রাউন্ড জিরোয়।