নিমতা গুলিকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার,বড়সড় সাফল্য পুলিশের
Main accused arrested in Nimta shooting, great success of police

The Truth of Bengal: শহরের নিরাপত্তা বাড়াতে নজরদারি বৃদ্ধি করেছে পুলিশ।বহিরাগতদের আনাগোনা রুখতে কলকাতার প্রবেশপথে বাড়ানো হয়েছে কড়া নজর। যখন তখন শহরে ঢুকে তাণ্ডব চালানো বা বন্দুকধারীদের পেশি আস্ফালন বন্ধ করতে তীক্ষ্ণ নজর বহাল রেখেছে পুলিশ। এরমাঝে শনিবার রাতে বাড়ির সামনে গুলিবিদ্ধ হন হাফিজুর শেখ। বছর ৫২-র হাফিজুরের পেটে গুলি লাগে।
তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় আরজিকর মেডিক্যাল কলেজও হাসপাতালে। সেই ঘটনায় মূল অভিযুক্তকে ফারুক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,ফারুক আহমেদ ও হাফিজুর শেখ,দুজনেই প্রতিবেশী। দুজনের মধ্যে প্রায়ই বচসা হত। শনিবার রাতেও বচসার সময় হাফিজুরকে নিশানা করে ফারুক আহমেদ।
ঠিক কী কারণে ফারুক এভাবে আক্রমণ করে? কেন বন্দুক নিয়ে হামলা চালায়? উভয়ের মধ্যে পুরনো কোনও বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। শহরে বন্দুকবাজদের দাপট কমাতে পুলিশের তত্পরতা জারি আছে।হিংসার আশ্রয় নিয়ে কোনও কেউ আক্রমণ শানালে পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে।