মডিফায়েড মোটরবাইকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ লালবাজারের
Lalbazar orders strict action against modified motorbikes

Truth Of Bengal: লালবাজার ট্র্যাফিক পুলিশ মডিফায়েড মোটরবাইকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ট্র্যাফিক গার্ডদের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সাইলেন্সারের বিকৃতি ঘটিয়ে বিকট আওয়াজ করা মোটরবাইকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও, দলবদ্ধ হয়ে বেপরোয়া গতিতে মোটরবাইক চালানোর ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লালবাজার জানিয়েছে, বেপরোয়া মোটরবাইক আটকাতে পুলিশকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে বেপরোয়া বাইকচালকদের নম্বর টুকে রাখা বা ভিডিয়ো করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, নির্দিষ্ট সময়ের পরে কোনও উড়ালপুলে মোটরবাইক প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, পুলিশের স্টিকার লাগানো গাড়ি বা মোটরবাইকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। কারণ, অনেকেই পুলিশের স্টিকার ব্যবহার করে ট্র্যাফিক আইন ভঙ্গ করছেন।
ট্র্যাফিক গার্ডদের নির্দেশ দেওয়া হয়েছে যে, পুলিশের স্টিকার লাগানো গাড়ি বা মোটরবাইক তল্লাশি করে নিশ্চিত করতে হবে যে তা সত্যিই পুলিশের গাড়ি কিনা। একই সঙ্গে লাল ও নীল বাতি লাগানো গাড়ির নথিপত্র পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শহরের বেপরোয়া বাইকচালনা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা আরও দৃঢ় করার চেষ্টা করছে লালবাজার।