কলকাতা

শুক্রবার নিউটাউনে উদ্বোধন হতে চলেছে জ্যোতি বসু রিসার্চ সেন্টারের

Jyoti Basu Research Center to be inaugurated in Newtown on Friday

Truth Of Bengal: ২০২৪-এর ১৭ই জানুয়ারী নিউটনে ‘জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষনা কেন্দ্র’ নির্মানের শিলান্যাস করেছিলেন সিপিএমের সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরী। এক বছরের মধ্যে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার ও নির্মান কর্মীদের নিরলস প্রয়াসে ৭৪০০ বর্গমিটারের দোতলা ভবন নির্মানের কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং ২২ হাজার বর্গফুটের একটি জলাশয় সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভবনের একতলায় জ্যোতি বসু গ্যালারি, প্রদর্শনী ও দোতলায় গ্রন্থাগার, সমাজচর্চা ও গবেষনা কেন্দ্রের প্রাথমিক কাজ চালু হবে। একতলাতেই সংস্থার অফিস ঘর করা হয়েছে। প্রথম পর্যায়ের এই ভবনটি ১৭ই জানুয়ারী ২০২৫ সকাল ১০টায় উদ্বোধন হবে। উদ্বোধন করবেন সিপিএম পলিটব্যুরোর সদস্য’ও কো-অর্ডিনেটর প্রকাশ কারাত। বক্তব্য রাখবেন ট্রাস্ট সদস্য মহঃ সেলিম, ট্রাস্টের চেয়ারম্যান বিমান বসু।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিপিএমের সর্বভারতীয় নেতৃবৃন্দ সহ জ্যোতি বসুর অনুরাগীগণ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ভারতীয় গননাট্য সংঘের শিল্পীবৃন্দ ও রিয়া দে। অনুষ্ঠানে জেবিসিএসএসআর-এর পক্ষ থকে একটি সুদৃশ্য দিনপঞ্জী এবং দু’টি গবেষণাপত্র প্রকাশ করা হবে।

Related Articles