চৈত্রের গরমে নাজেহাল রাজ্যবাসি, কেমন থাকবে আজকের আবহাওয়া?
In the heat of Chaitra, the residents of the state, how will the weather be today?

The Truth Of Bengal : চৈত্রের শুরুতেই গরমে নাজেহাল রাজ্যবাসি। দক্ষিণবঙ্গের যে পরিমাণ গরম পড়ছে তাতে সকলেই প্রায় অতিষ্ঠ হয়ে উঠছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপ ও প্রবাহের সতর্কতা। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এ বুধবার থেকে তাপপ্রবাহের সর্তকতা। ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এই জেলাগুলির তাপমাত্রা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরো বাড়বে। পাশাপাশি, শুক্র ও শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াসে কাছাকাছি।
এছাড়াও আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার কোনো সম্ভবনা নেই। বরং তাপমাত্রা বাড়বে। বাঁকুড়া ও মেদিনীপুরে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে।
Free Access