কলকাতা
বিধানসভা থেকে ফোন হারালেন হুমায়ুন, পুলিশে অভিযোগ
Humayun loses phone in assembly, files complaint with police

Truth Of Bengal: জয় চক্রবর্তী: বিধানসভা থেকে ফোন হারালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে যোগ দিতে আসেন হুমায়ুন। লবিতে বসে নিজের কাজ করছিলেন। কোনটি তার পাশেই ছিল। কিন্তু তারপর ফোনটি পাচ্ছেন না দেখে কর্তব্যরত মার্শাল কে বলেন। তৃণমূল বিধায়কের দুটি ফোন। তার মধ্যে আইফোনটি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিধায়ক হুমায়ুন কবীর।