কলকাতা

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, বিনা খরচে উন্নত মানের প্রশিক্ষণ

High quality training at no cost Doctors, nurses, health workers

The Truth of Bengal: কলকাতার মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার লক্ষ্য। চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীদের দেওয়া হচ্ছে বিনামূল্য প্রশিক্ষণ। কলকাতা পুর সংস্থার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলে শহরের মানুষের স্বাস্থ্য পরিষেবা আগের থেকে অনেক উন্নত হয়েছে। আগামীদিনে তারা আরও উন্নত মানের প্রশিক্ষণ দেবেন বলে জানান ইকো ইন্ডিয়ার চেয়ারম্যান কর্নেল কুমুদ রায়। ওই সংস্থা মিলিত ভাবে কাজ করছে কলকাতা পুরসভার সঙ্গে।

সংস্থার অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব ভাল্লা জানান, দশটি ক্ষেত্রে তাদের সংস্থা কলকাতা পুর সংস্থার চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে। অনুষ্ঠানে ইকো ইন্ডিয়া রিপোর্ট কার্ড প্রকাশ করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। এই প্রসঙ্গে ডেপুটি মেয়র জানান, ১৫টি বোরোতে ট্রেনিং দেওয়া হয়েছে। ইকো ইন্ডিয়া পর্যবেক্ষণে সমস্ত পরিষেবা ক্ষেত্রে ৩০৪৫ জনকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সবাইকে দেওয়া হয়েছে উন্নত মানের প্রশিক্ষণ। এখন কলকাতা পুরসবভা এলাকায় ন্যাশনাল হেলথ পোর্টালের মাধ্যমে প্রসূতিদের পরিষেবা প্রদান করা হচ্ছে। ইকো ইন্ডিয়া সঙ্গে যুক্ত হয়ে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ আরও উন্নত হবে বলে আশাপ্রকাশ করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।

Related Articles