কলকাতা

তাপপ্রবাহের সতর্কবার্তা শনিবার পর্যন্ত, আরও বাড়বে তাপমাত্রার পারদ

The temperature will rise! However, rain is likely in several districts

The Truth of Bengal: চলতি বছরের বসন্ত শেষ হতে না হতেই তীব্র গরম বঙ্গ জুড়ে। বেশ কিছু জেলায় তাপমাত্রা  ৪০ ডিগ্রির নিকট। তবে আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে,’চলতি সপ্তাহের শনিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে’ রবিবার একাধিক জেলায় রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টিপাত। তবে বৃষ্টিপাতের সঙ্গে সম্ভাবনা রয়েছে বজ্রপাতেরও। হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়্গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান বীরভূম সহ পূর্ব মেদিনীপুর জেলায়।

দক্ষিণবঙ্গ
দিনের তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে পশ্চিমের জেলায়। তাপপ্রবাহের সতর্কবার্তা শনিবার পর্যন্ত। ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। শনিবার থেকে শুরু বৃষ্টি। বৃষ্টি বাড়বে আজ দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম জেলায় তাপপ্রবাহের প্রভাব বেশি। বেশ কিছু এলাকায় লু- বইবার সম্ভাবনা।
শনিবার তাপপ্রবাহ থাকবে নয় জেলায়। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা চার জেলায়। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলায় শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।

উত্তরবঙ্গ
পরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। বৃষ্টি বাড়বে রবি সোমবার। আজ শুক্রবার ওপরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।শনিবার রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে সব জেলাতে। ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশেও।

কলকাতা
শনিবারের মধ্যে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। শুষ্ক ও গরম আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ। অস্বস্তিকর আবহাওয়া বাড়বে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় তাপমান
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৩ শতাংশ।

পরামর্শ
তাপপ্রবাহে আবহাওয়া দপ্তরের পরামর্শ।
*বেশিক্ষণ একটানা রোদে থাকা নয়।
*হালকা রঙের এবং হালকা সুতির বস্ত্র পরিধান করা।
*মাথা ঢেকে রাখা কোন বস্ত্র দিয়ে এবং অথবা ছাতা ব্যবহার করা।
*পর্যাপ্ত জল পান করা।
*ওআরএস এবং লেবু জল বেশি করে খাওয়ার পরামর্শ।
*সরাসরি রোদে শ্রমিকদের কাজ না করার পরামর্শ।

দেশের গরম
গরম ও অস্বস্তিকর আবহাওয়া কেরল-মাহে কঙ্কন গোয়া কর্ণাটক তামিলনাডু পন্ডিচেরিতে।বাংলা ওড়িশা ঝাড়খন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়েলসীমা তেলেঙ্গানা ও বিদর্ভে তাপপ্রবাহ।

ভিনরাজ্যে
অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ও নাগাল্যান্ড ত্রিপুরাতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বেশি বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয়ে। বাংলা ওড়িশা ঝাড়খন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি এবং গরম ও দেশের বেশিরভাগ অংশে।

Related Articles