বাগুইআটিতে দুঃস্থ মানুষদের জন্য অভিনব বাজার, মিলবে বিনামূল্যে জামা-কাপড়
Free clothes for poor people in Baguiati

Truth Of Bengal: সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য অভিনব উদ্যোগ নিল বাগুইআটি ব্যবসায়ী সমিতি। এবার থেকে বাগুইআটিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য শুরু হতে চলেছে ‘বিনামূল্যের বস্ত্র বাজার’। সেখানে দুস্থ মানুষরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের পচ্ছন্দের বস্ত্র কিনতে পারবেন। তাতে বেশ উপকৃত হবেন দুঃস্থরা।
এই প্রসঙ্গে বাগুইআটি ব্যবসায়ী সমিতির এক সদস্য জানিয়েছেন, অনেক সময় দেখা যায় দুঃস্থ মানুষেরা লাইনে দাঁড়াতে লজ্জা পান। সেইজন্য এই বাজারে একেবারে দোকানের মতো সাজানো থাকবে সারি সারি জামা-কাপড়। কোন ছেঁড়া বা অপরিচ্ছন্ন জামাকাপড় নয়। এই বাজারে মিলবে একেবারে পরিষ্কার ও ব্যবহারযোগ্য জামাকাপড়। শুধু তাই নয় কেউ চাইলে এই বাজারে এসে দুঃস্থদের জন্য নতুন জামা-কাপড় দিতে পারবেন।
উল্লেখ্য, বিনামূল্যে এই বাজারটি বসেছে বাগুইআটি বাজারের কাছেই রেলপুকুর রোডে প্রবেশপথের মুখেই। আগামী ১৫ দিন চলবে এই বাজার। এখান থেকে বিনামূল্যে জামা-কাপড় কিনতে পারবেন দুঃস্থ মানুষেরা। ইতিমধ্যেই বাগুইআটি ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আমজনতারা।