কলকাতা

হিডকো চেয়ারম্যান পদ থেকে সরানো হল ফিরহাদকে? ধোঁয়াশা কাটালেন মেয়র নিজেই

Firhad removed from Hidco chairman post? Mayor himself clears the air

Truth of Bengal: হিডকো চেয়ারম্যান পদ থেকে ফিরহাদ হাকিমকে সরানো হয়েছে এমন গুঞ্জন ছড়িয়েছিল। সত্যিই কি পদ খোয়াতে হয়েছে তাঁকে? ধোঁয়াশা কাটালেন ফিরহাদ হাকিম নিজেই। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন এই নিয়ে জল্পনার কিছু নেই। এটা ক্যাবিনেটেই সিদ্ধান্ত হয়।

হিডকো চেয়ারম্যান পদ থেকে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই, এ কথা স্বীকার করলেন পৌর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার টক টু মেয়র অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “যা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই ভালো বুঝেই নিয়েছেন।”

ফিরহাদ হাকিম আরও বলেন, “যে পদগুলি মুখ্যমন্ত্রী দিয়েছেন, তিনি সেগুলি যাকে দেবেন তার উপরেই নির্ভর করবে। এতে কোনো সন্দেহ নেই যে তার কিছু পরিকল্পনা রয়েছে। আমি দলের একজন অনুগত সৈনিক, তিনি যা দায়িত্ব দেবেন, সেটাই পালন করব।”

তবে এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা আক্ষেপের সুরও শোনা যায় ফিরহাদের কণ্ঠে। তিনি বলেন, “আমার কাছে অনেক কাজ এবং দায়িত্ব রয়েছে। তবে দলের সাংগঠনিক কাজে লাগাবেন মনে করে মুখ্যমন্ত্রী যদি আমাকে সরিয়ে দেন, তাতেও কোনো আপত্তি নেই।”

মেয়রের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন গুঞ্জনের সৃষ্টি করেছে। কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে নানা জল্পনা চলছে। তবে ফিরহাদের কথায় স্পষ্ট, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং তিনি দলের প্রতি অনুগত থাকতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয় হিডকো পৌর ও নগর উন্নয়ন দফতরের অধীনে থাকবে না। এটি কর্মীবর্গ দফতরের অধীনে আনা হচ্ছে। যে দফতরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।

Related Articles