কলকাতা

চিৎপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাঁই গোডাউন

Fire breakout at chitpur

The Truth of Bengal: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা! চিৎপুরের একটি কাগজের গুদামে বুধবার সন্ধ্যায় আগুন লেগে যায়। গোডাউনে দাহ্য বস্তু থাকায় সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের ১১ টি ইঞ্জিন। তবে তাতেও আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে কিনা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ চিতপুর অঞ্চলের একটি কাগজের গুদামে আগুন লেগে যায়। এই গুদামটি স্ট্র্যান্ড রোড থেকে অনেকটাই ভিতরে। দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। তবে আশেপাশে জনবসতি নেই বলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেছে। কমপক্ষে ৫ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় পুরো এলাকা ভরে গিয়েছে। কীভাবে ওই গুদামে আগুন লাগল তা স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।

Free Access

Related Articles