কলকাতা

সমাজসেবার অঙ্গ হিসেবে দেবীপ্রতিমার চক্ষুদান করার অঙ্গীকার করলেন ডাঃ শশী পাঁজা

Durga Pujo 2023

The Truth of Bengal: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে চক্ষুদানের অঙ্গীকার। সমাজসেবার অঙ্গ হিসেবে চক্ষুদান করার অঙ্গীকার করলেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা। উত্তর কলকাতা বিখ্যাত কাশী বোস লেনের দুর্গাপুজোয় প্রতিমার চক্ষুদান করেন মন্ত্রী। দেবীর চক্ষুদানের পর সমাজ থেকে অন্ধত্ব দূর করার বার্তা দিতে এই অঙ্গীকার করেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। তবে শুধু মন্ত্রী নন, এদিন দেবীর সামনে পুজো কমিটির পক্ষ থেকে মোট ৮৬ জন চক্ষুদান করার সংকল্প করেন। যারা দৃষ্টিহীন, যারা প্রকৃতির আলো দেখতে পান না, তাঁদের চোখে আলো দিতে এই অঙ্গীকার।

সেইসব মানুষের চোখে আলো ফিরলে তাঁরা মাতৃমুখ দর্শন করতে পারবেন। সাধারণ মানুষকে চক্ষুদানে আরও উৎসাহিত করতে দেবী প্রতিমার সামনে এই মহতী অঙ্গীকার করলেন মন্ত্রী সহ পুজো কমিটির মোট ৮৬ জন ব্যক্তি।কাশী বোস লেনের এবারের পুজো ৮৬তম বর্ষে পদার্পণ করেছে। পুজোয় প্রতিবছর সামাজিক কাজ করার পাশাপাশি নানা বার্তা দেয় এই পুজো কমিটি। এবছর তাঁদের এই ভাবনা অত্যন্ত মানবিক।

যাদের চোখে আলো নেই, তাঁদের চোখে আলো দেওয়ার অঙ্গীকার করা হল দেবী প্রতিমার সামনে। খোদ মন্ত্রী নিজেই চক্ষুদানের অঙ্গীকার করায় এগিয়ে আসেন পুজো কমিটির ৮৬ জন ব্যক্তি। দেবী প্রতিমার সামনে সবাই অঙ্গীকার করেছেন যারা সমাজের রূপ, রস, আলো থেকে বঞ্চিত, তাঁদের চোখে আলো দেওয়ার।

Free Access

Related Articles