কলকাতা

বিশ্বকর্মা পুজোর ছুটি নিয়ে বিতর্ক, আধিকারিককে শোকজ

Controversy over Vishwakarma Puja holiday, official summoned

Truth Of Bengal: কলকাতা পুরসভার অধীনে থাকা হিন্দি মিডিয়াম স্কুলে ছুটি বাতিল নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রশ্ন তোলা হয়,বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদে কেন দু’দিন ছুটি? এই ধরণের বিজ্ঞপ্তি যে পুরপ্রশাসন দিতে চায়নি তা স্পষ্ট করল কলকাতা পুরসভা। নোটিস ঘিরে বিতর্ক দেখা দিতেই কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এক আধিকারিককে শো কজ় করল পুর -প্রশাসন।

অভিযোগ, ওই আধিকারিক কর্তৃপক্ষকে না-জানিয়েই ওই নোটিস ছেড়ে দিয়েছিলেন। কেন তিনি সে কাজ করেছিলেন, তিন দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে ওই আধিকারিককে। কেন ভুল হয় তা খতিয়ে দেখে পুরপ্রশাসন ব্যবস্থা নিতে তত্পর।টাইপের ভুলের কারণেই এই ধরণের বিভ্রান্তি ছড়ায়। তাই দায়িত্বপ্রাপ্ত পুর- আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এগিয়ে এল কলকাতা পুরসভা।

প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা নয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে পুরপ্রশাসন। পুর কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য,এই ছুটি সংক্রান্ত বিষয় তাঁদের কাছে জানা ছিল না। কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার পথেই যাচ্ছে পুরসভা। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা এবিষয়ে  জানিয়েছেন, অভিযুক্ত আধিকারিক কী কারণ দেখান, তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

Related Articles