সিআইটিইউর পিএসসি ভবন অভিযান, বিক্ষোভ সংগঠনের সদস্যদের …
CITU's PSC building campaign, members of the protest organization ...

The Truth Of Bengal: ২৬শে ডিসেম্বর সিআইটিইউর পক্ষ থেকে পিএসসি ভবন অভিযান আয়োজন করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা ইন্দ্রজিৎ ঘোষ সহ কর্মী সমর্থকেরা।
পাবলিক সার্ভিস কমিশন ভবন অভিযানের মূলত দাবী গুলো হয়।গত চার মাস ধরে পিএসসির চেয়ারম্যান নেই, পিএসসির আইএএস পদে চেয়ারম্যান চাই এবং ক্লার্কশিপ আইসিডিএস ফায়ার অপারেটর ফুড এসআই স্কুল এসআই এই শূন্য থাকা সিটগুলিতে নিয়োগ চাই , আই সি ডি এস সুপারভাইজারের প্রমোশনাল এর রেজাল্ট চাই, জুনিয়র ইঞ্জিনিয়ারিং সহ পেন্ডিং রেজাল্ট চাই নতুন নোটিফিকেশন এর সাথে সেই সাথে ২০১৬ এবং ২০১৭ এর দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের শাস্তি চাই এই দাবিতেই পিএসসি ভবন অভিযান।
প্ল্যাকার্ড নিয়ে, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন সংগঠনের সদস্যরা। তাদের দাবি, পিএসসি-র বিরুদ্ধেও কারচুপির অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে রয়েছে।যে পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি, তা অবিলম্বে বার করতে হবে। সেই সঙ্গে ২০১৬-১৭ সালে পিএসসি দুর্নীতিতে যারা যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করতে হবে।
Free Access