
The Truth of Bengal: বাসে খুচরোর বচসা এবার কমবে। খুচরো টাকা নিয়ে মন কষাকষি বন্ধ হতে পারে। কারণ কিউ-আর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে টিকিটের। ফলে প্রযুক্তির হাত ধরে দেওয়া-নেওয়া সহজতর হবে। যাত্রী স্বার্থে ডিজিটাল সলিউশন বিশেষ কাজ দেবে বলে অনেকের অভিমত। বাসে উঠলেই খুচরোর টানাটানি দেখা যায়। কনডাক্টর বড় নোট দিলেই ব্যাজারমুখে কড়া কথা বলতে দ্বিধা করেন না। শুনিয়ে দেন দুকথা। এই অভিজ্ঞতা কম-বেশী আমাদের হয়েছে।
তাই আমরা বাসে ওঠার আগে বেশি করে খুচরো টাকা বা পয়সা পার্সে বোঝাই করি। কিন্তু সেই খুচরোর সমস্যায় এবার যতি পড়তে চলেছে। এতদিন চায়ের দোকান থেকে ক্যাব সবেতেই ক্যাশলেস পেমেন্ট করেছেন যাত্রীরা। এখন সেই সুযোগ বাসেও মিলবে। মোবাইল স্ক্রিনের ছোঁয়াতেই মেটানো যাবে ভাড়া। গণপরিবহণে এই প্রযুক্তির ছোঁয়া গতির সঙ্গে দৌড়ানো বাসযাত্রীদের কাছে বড় সহায়ক হয়ে উঠবে। যাত্রীরাও একথা ভেবে বেশ আপ্লুত।জেন ওয়াই যন্ত্রের এই জাদুর কথা বড় মুখ করে বলছেন।
জেনারেশন ওয়াই মোবাইলের কিউআর কোড স্ক্যান করে দাম মেটাতেই অনেক বেশি অভ্যস্ত। ট্রেন থেকে মেট্রো টিকিটের ভাড়াও মোবাইলে স্ক্রিনের এক ছোঁয়াতেই মেটানো সম্ভব। সেখানে গণপরিবহণের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে, কেনই বা বাদ যাবে বাস! তাই যাত্রীস্বার্থে প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ পরিবহণে আলাদা সাড়া ফেলছে। সুরাহার ভাবনা থেকেই কিউআর কোডের সাহায্য নেওয়ার কথা ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্যের একাধিক বেসরকারি বাস মালিক সংগঠন। ইতিমধ্যেই একটি সংস্থার সঙ্গে প্রথম দফার আলোচনা সাড়া হয়ে গিয়েছে।এখন শহরের বাস পরিষেবায় এই কিউর কোডের সুবিধা মেলার আশাতেই রয়েছেন সবমহলের যাত্রীরা।