কলকাতা

চাকরি মামলায় পরবর্তী শুনানি সোমবার, কলকাতা হাই কোর্টের রায় মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Calcutta High Court's verdict Supreme Court's suspension of inquiry against the cabinet

The Truth of Bengal: হাই কোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। শুনানিতে এসএসসি-র আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে প্রশ্ন তুলে জানান, ৮ হাজার জনের নিয়োগ বেআইনি ভাবে হলেও ২৩ হাজার চাকরি কেন বাতিল করা হল?’ পাল্টা প্রধান বিচারপতির প্রশ্ন, ‘বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, এমন অভিযোগ জানার পরেও কী ভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দেওয়া হল? কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হল?’ শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে।

এটা তো সম্পূর্ণ জালিয়াতি।‘সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানান, ‘আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত’। এরপর সুপ্রিম কোর্ট জানায়, যেখানে OMR শিটের প্রতিলিপি নেই সেখানে যোগ্য-অযোগ্য বাছাই হবে কী ভাবে? কলকাতা হাই কোর্ট রায়ে জানিয়েছিল, প্রয়োজনে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই। সেই রায়ে অবশ্য স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করেন, এই সময় নির্বাচন চলছে। তাই হাই কোর্ট যা রায় দিয়েছে তা কার্যকর করা সম্ভব নয়। ওই রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানানো হয়। তারপর সুপার নিউমেরারিতে CBI তদন্তে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ দিলেও হাই কোর্টের বাকি রায়ে এখনই স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সংক্ষিপ্ত সওয়াল-জবাবের পর অবশ্য শীর্ষ আদালত জানিয়ে দেয়, মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।

Related Articles