কলকাতা

ডিজিটাল সময়ে ভিড় বইয়ে, জমজমাট বইমেলা প্রাঙ্গন

kolkata book fair

The Truth of Bengal: জমে উঠেছে কলকাতা বইমেলা। মেলা উদ্বোধনের পর থেকেই বইপ্রেমীদের ভিড় জমেছে বইমেলা প্রাঙ্গণে। হাজার রকম বইয়ের  সম্ভার নিয়ে পাবলিশার্সরা হাজির। নিজের পছন্দের বই বাছাই করছেন বইপ্রেমীরা। বর্তমান ডিজিটাল যুগেও বইপ্রেমীরা জানান দিয়ে যাচ্ছেন, বইয়ের  বিকল্প হয় না। বিভিন্ন বয়সী বই প্রেমীদের জমিয়ে তুলেছে বইমেলাকে।

মোবাইল থাকবে, বইও থাকবে। যে যার আপন পথে এগিয়ে চলবে সামনের দিকে। কাগজে ছাপা অক্ষরগুলো বই আকারে  জীবন্ত হয়ে উঠবে। আবার প্রয়োজন অনুযায়ী কোন তথ্য জানার থাকলে  তখন ডিজিটাল এর সহযোগিতা নেওয়াও চলবে। এমন বক্তব্য উঠে এল বইপ্রেমীদের কথা থেকে।

চেনা লেখক সাহিত্যিকদের বইতো রয়েছে, বইমেলা উপলক্ষে প্রকাশ পায় নতুন নতুন  লেখক সাহিত্যিকদের নানান বই।  এবার বই মেলাতেও তেমন অনেক নতুন নতুন বই প্রকাশ পেয়েছে। সেইসব বইয়ের প্রতিও আকর্ষণ দেখা যাচ্ছে বইপ্রেমীদের মধ্যে। ডিজিটাল বনাম ব ই – কে এগিয়ে থাকবে? বইমেলা সম্ভবত জানান দিয়ে যাচ্ছে   ডিজিটালকে পিছনে ফেলে এগিয়ে সেই বই।

Related Articles