ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার, ঘটনায় লিভ ইন পার্টনারের যোগ, তদন্তে গরফা থানার পুলিশ
Body of woman recovered from flat, addition of live-in partner in the incident, police of Garfa police station investigating

The Truth Of Bengal: কলকাতায় আবারও উদ্ধার দেহ, গড়ফা থানা এলাকায় ফ্ল্যাটে মহিলার দেহ উদ্ধার। ঘটনায় লিভ ইন পার্টনারকে ডেকে জিজ্ঞাসাবাদ।গড়ফা থানা এলাকার নর্থ পূর্বাচল রোডের ঘটনা।ফ্ল্যাটের একতলা থেকে অচৈতন্য অবস্থায় পুলিশকর্মীরা উদ্ধার করেন মহিলাকে।স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।মৃত মহিলার নাম মমতাজ বিবি,মৃত্যুর কারণ জানতে তদন্তে গরফা থানার পুলিশ।
ফ্ল্যাটে মহিলা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। গড়ফা থানা এলাকার নর্থ পূর্বাচল রোডের একটি ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় পুলিশকর্মীরা উদ্ধার করেন এক মহিলাকে। এরপর এই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই মহিলা এক যুবকের সঙ্গে গরফার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পুলিশ সূত্রের খবর, এই মহিলার নাম মমতাজ বিবি। বয়স ৩৮ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে।
সূত্রের খবর, বুধবার বাড়িওয়ালা অনেক ডাকাডাকি করেও মমতাজের সাড়া পাননি। এরপর ঘরের ভিতরে ঢুকে দেখেন মাটিতে লুটিয়ে পড়ে আছেন মমতাজ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ওই মহিলার সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন, নাকি আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য আছে তা খতিয়ে দেখছেন গরফা থানার পুলিশ আধিকারিকেরা।
Free Access