কলকাতা

সাত সকালে পুকুরে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ, তীব্র চাঞ্চল্য বেহালায়

Behala body recover

The Truth of Bengal: নবমীর দিনেই সাতসকালে পুকুরে ভাসতে দেখা গেল একটি দেহ। আর তা দেখেই তীব্র চাঞ্চল্য ছড়াল বেহালায়। স্থানীয়দের তরফে থানায় খবর দেওয়ার পরেই, দেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, অনেকেই অষ্টমীর রাতে পুজো দেখে বাড়ি ফিরছিলেন, কেউ আবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। তাদের অনেকেই খেয়াল করেন, কেটোপোলের কাছে একটি পুকুরে একটি দেহ ভেসে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রের খবর, দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, পুরো রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে মৃতদেহের ছবি, রাজ্যের সমস্ত থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোনও থানায় মিসিং ডায়েরি থাকলে, তা ছবির সঙ্গে মেলানো হবে। ময়না তদন্তের রিপোর্ট এবং ওই যুবকের পরিচয় জানার পরেই তদন্ত চালু করা সম্ভব হবে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপান করার ফলেই, পুকুরে পড়ে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য কোনও মৃত্যুর কারণ আছে কিনা, তা পরবর্তী তদন্তেই বোঝা যাবে।