কলকাতা
Trending

Big Breaking: অফিস টাইমে পার্ক স্ট্রিটে বিধ্বংসী আগুন

Big Breaking:Devastating fire on Park Street during office hours

The Truth Of Bengal : অফিস পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা। ২৪ নম্বর পার্ক স্ট্রিটে বিধ্বংসী আগুন। পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের এলাকার মানুষ আতঙ্কিত। নিরাপত্তার কারণে পুলিশ কর্মীরা স্থানীয়দের সরিয়ে নিয়ে যাচ্ছে অন্যত্র । ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৫ টি ইঞ্জিন। অবনীন্দ্রনাথ ঠাকুর রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা ট্রাফিক পুলিশ।দমকল সূত্রে জানা গিয়েছে , ওই বিল্ডিয়ে আটকে থাকা মানুষ জনকে সরানোর কাজ চলছে । দমকলের সংখ্যা বাড়ানো হচ্ছে ।

আশপাশের বিল্ডিং  গুলো থেকে সাধারন মানুষকে সরানোর কাজ চলছে । ওই বিল্ডিং এর মধ্যে গ্যাস সিলিন্ডার সরানোর চেষ্টা চালানো হয় দমকলবাহিনীর পক্ষ থেকে। ওই বিল্ডিং এর ভেতরে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে চাইছেন দমকল কর্মীরা। বিল্ডিং এর মধ্যে অনেক দাহ্য জিনিস মজুত থাকার আশঙ্কা করা হচ্ছে।আশপাশের বিল্ডিং গুলিতে আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য দমকল বাহিনী সচেষ্ট হয়েছেন। আশপাশে বহুতল রয়েছে। ওই বহুতলে যারা বসবাস করেন তাদেরকে সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়ার কাজ চলছে।আগুন লাগার পরপরই ওই বিল্ডিংয়ে একাধিক সিলিন্ডার বাস্ট করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। আশঙ্কা করা হচ্ছে যেহেতু রেস্টুরেন্ট সেই কারণে আরো অনেক সিলিন্ডার মজুত থাকতে পারে।

দমকল কর্মীরা আগুন নেভাতে একদিকে বাইরে থেকে জল ঢালছেন অন্যদিকে ভেতরে ঢুকে জল ঢালার চেষ্টা চালাচ্ছেন। আগুনের উৎস স্থল খুঁজে বের করার চেষ্টা করছেন দমকল কর্মীরা।রেস্তোরাঁকে গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা। অফিস টাইমে এই অগ্নিকাণ্ড ঘটায় আতঙ্ক বেড়েছে। কারণ ওই রেস্তোরাঁর আশপাশে অনেক অফিস রয়েছে। আগুনের উৎস খোঁজ চালাচ্ছেন দমকল কর্মীরা। রেস্তোরাঁর রান্নাঘরে সম্ভবত প্রথম আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। মাথায় অ্যাডবেস্টাস থাকায় তা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে আগুনের ভয়াবহতায়।আগুন নেভাতে র‍্যাডার নিয়ে এসে জল ঢালার চেষ্টা চালানো হচ্ছে। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফোম ব্যবহার করছেন দমকল কর্মীরা। ওই বিল্ডিং এর ভিতরে ঢোকার চেষ্টা করছেন আগুন নেভানোর কাজে যুক্ত দমকল কর্মীরা। আগুনের উৎস স্থল খুঁজে না বের করতে পারলে সহজে আগুন নেভানো যাবে না। সেই উৎসস্থলের সন্ধান চলছে। খালি করে দেওয়া হল পাশের বহুতল। অনর্গল ধোয়াঁয় পার্ক স্ট্রিটের আকাশ ঢেঁকে গিয়েছে কালো ধোঁয়া। নিচে রয়েছে ক্যাফে সেন্টার। ওই ক্যাফে সেন্টার থেকে একের পর এক গ্যাস সিলিন্ডার বের করে আনা হয়। আগুনের উৎসস্থল খুঁজে বের করেন দমকল কর্মীরা। জল ও ফোম দিয়ে উৎসস্থলে আগুন নেভানোর তৎপরতা দেখান তাঁরা। আগুনকে পকেটবন্দি করে লাগাতার চেষ্টা চালান দমকল কর্মীরা।

Related Articles