কলকাতা

আধুনিকতার ভিড়ে নড়ে যাচ্ছে পাহাড়ের ভিত! পাহাড়কে বাঁচানোর আর্তি বেলেঘাটা ৩৩ পল্লীর

Kolkata Durga Puja 2023

The Truth of Bengal, Mou Basu: মানব সভ্যতার যত বিকাশ হচ্ছে, আমরা যতই আধুনিক হচ্ছি ততই একদিকে বাড়ছে পরিবেশ দূষণ। মানুষের অত্যাচারের হাত থেকে রেহাই পাচ্ছে না সুউচ্চ পাহাড়ও। নড়ে যাচ্ছে পাহাড়ের ভিত। রাস্তা, সুড়ঙ্গ নির্মাণের নামে যথেচ্ছ অত্যাচার হচ্ছে পাহাড়ের ওপর। নিয়ত পাহাড়ে ধস নামার খবর প্রায়সই খবরের শিরোনামে উঠে আসছে। নীরবে কাঁদছে পাহাড়ও। হিমালয় দুহিতা পার্বতীর কাছে তাই পাহাড়কে বাঁচানোর আর্তি জানাচ্ছে কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লী পুজো কমিটি। এবছরে তাদের থিম “শৈলার্তি”। সামগ্রিক সৃজনের দায়িত্বে রয়েছেন বিখ্যাত থিমশিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়।

পুজো কমিটির কর্তা পরিমল দে জানান, ” নির্মাণকাজের জন্য বিভিন্ন জায়গায় পাহাড় ধসে যাচ্ছে। পাহাড়ে আমরা যাই শান্তির খোঁজে। আমরা আমাদের থিমের মাধ্যমে সচেতনতার বার্তা দিতে চাইছি যে অনেক হয়েছে নির্মাণ কাজের নামে অত্যাচার পাহাড়ের ওপর। এবার বন্ধ হোক এসব। পাহাড়কে রক্ষা করার বার্তা দিতে চাইছি আমরা। থিম করছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। ইকো ফ্রেন্ডলি পুজো হচ্ছে। বাঁশ, লোহা, লোহার জাল, রড এসব ব্যবহার করা হচ্ছে। তবে পুরো প্যান্ডেলই রিসাইকল করা হবে। কিছুই ফেলা যাবে না। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সনাতনী প্রতিমা হবে।”

প্রত্যেক বছরই অভিনব থিমে নজর কাড়ে বেলেঘাটা ৩৩ পল্লীর পুজো। অভিনব থিমে ও অসাধারণ শিল্পকৃষ্টির জোরেই বিশ্ব বাংলা সেরা ভাবনা, কলকাতা শ্রী সেরা সমাজ কল্যাণ পুজো, বার্জার প্রিয় পুজো, এশিয়ান পেইন্টস শারদ সম্মান সেরা ১২, আনন্দ বাজার পত্রিকা শারদ অর্ঘ্য সেরা প্রতিমা, টেলিগ্রাফ ট্রু স্পিরিট থ্রি স্টার পুজো, জি ২৪ ঘণ্টা সেরা বারোয়ারী বিশেষ সম্মান, এবিপি আনন্দ সেরা পুজো, এবিপি আনন্দ সেরা সুরক্ষা, টিভি নাইন বাংলা শ্রেষ্ঠ পরিবেশ ও সুরক্ষার মতো নানান পুরস্কার গেছে এই পুজো কমিটির ঝুলিতে।

এবছর গোটা বিশ্বের প্রত্যেক মানুষের প্রতি

বেলেঘাটা ৩৩ পল্লীবাসী বৃন্দের বার্তা-

“পাহাড়ের কান্না তুমি শুনতে কি পাও?

সংসারের গুরুভারে মুখ থুবড়ে পড়া

মধ্যবিত্তের মতো মানুষের নির্মাণের

ভারে পাহাড়ও ধসে পড়ছে নিয়ত।

পাহাড়ের কান্না চাপা পড়ে যাচ্ছে রাস্তা

কিংবা টানেল তৈরির জন্য ডিনামাইটের

বিস্ফোরণের আড়ালে। হিমালয়ের আনাচেকানাচে, গিরিগুহা আর শৈলশিরায় লুকিয়ে থাকা সে সব আর্তনাদ আমরা শুনিয়েছি আমাদের মণ্ডপ পরিকল্পনায়। তারই অনুষঙ্গে পর্বত দুহিতা, গিরিরাজের কন্যা পার্বতীর কাছে আমাদের নিরন্তর প্রার্থনা, মা! তুমি বাঁচাও পাহাড়কে। জাগ্রত করো মা মানুষের শুভবুদ্ধি। মানুষের শুভবুদ্ধির বলয়ই হোক পাহাড়ের অস্তিত্বের শেষ আশ্রয়।”

Related Articles