ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, দুটি গাড়ির সংঘর্ষে আহত এক
Another accident in Udalpool, one injured in a collision between two vehicles

Truth Of Bengal: আবারও দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। বুধবার সকালে সেখানে দ্রুত গতিতে আসা একটি গাড়ি একটি ট্যাক্সির পিছনে ধাক্কা মারে। যার জেরে আহত হয়ে পড়েন গাড়ির চালক। এর পর তড়িঘড়ি চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে ঘিরে বেশ কিছু সময় যান চলাচলের সমস্যা দেখা গিয়েছে। তবে পুলিশের তৎপরতায় আবারও স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে যান চলাচল।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্যাক্সিতে ধাক্কা মেরেছে। দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। আহত চালককে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
প্রগতি ময়দান থানার পুলিশ ওই গাড়িটিকে আটক করেছে। তবে এই ঘটনা কী ভাবে ঘটল? নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণ কী সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, এক মাস আগেও দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল মা উড়ালপুল। সেখানেও একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরেছিল। এই দুর্ঘটনার পর বাইক-সহ ওই চালক উড়ালপুল থেকে নিচে ছিটকে পড়ে, যার জেরে প্রাণ হারান ওই মৃত্যু আরোহী।