মেট্রোর পর গঙ্গার নীচ দিয়ে যাবে ট্রাক, নয়া পরিকল্পনা কেন্দ্রের
After the metro, trucks will pass under the Ganga, the new planning center

Truth Of Bengal: কলকাতা শহরের যানজট কমানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবার গঙ্গার নীচে একটি সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা নিয়েছে, যা দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল করবে। এই সুড়ঙ্গটি মেটিয়াবুরুজ থেকে হাওড়া পর্যন্ত বিস্তৃত হবে এবং এটি ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের আওতায় নির্মিত হবে।
পরিকল্পনা অনুযায়ী, সুড়ঙ্গপথটি ১৫ কিলোমিটার দীর্ঘ হবে, যার মধ্যে ৮ কিলোমিটার অংশ গঙ্গার তলায় থাকবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন যে, এই প্রকল্পে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামী বছর থেকেই কাজ শুরু হতে পারে।
বর্তমানে বন্দর থেকে ট্রাকগুলোকে জাতীয় সড়কে যেতে দ্বিতীয় হুগলি সেতু পার হতে হয়, যা কলকাতায় যানজট বাড়ায়। নতুন সুড়ঙ্গপথ চালু হলে, ট্রাকগুলো কলকাতা শহরের মধ্য দিয়ে না গিয়ে সরাসরি হাওড়া থেকে জাতীয় সড়কগুলোতে পৌঁছে যাবে। এতে যানজট কমবে এবং পণ্য পরিবহন আরও দ্রুত হবে।
কলকাতা এবং হাওড়ার মধ্যে মেট্রো যোগাযোগ ইতিমধ্যেই গঙ্গার নীচ দিয়ে চালু হয়েছে। এবার এই নতুন সুড়ঙ্গপথ তৈরি হলে শহরের যানজট অনেকটাই কমে যাবে এবং রাজ্যের অভ্যন্তরে ও বাইরের সঙ্গে সংযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।