কলকাতা

রাজারহাট ডি আর আর স্টুডিওতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই দুটি ভেনেটি ভ্যান

A terrible fire at Rajarhat DRR studio, two Vanity vans were burnt to ashes

The Truth Of Bengal : রাজারহাট ডি আর আর স্টুডিওতে আগুন। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভস্মিভূত হয়ে যায় দুটি গাড়ি।

জানা যায়, সোমবার জনপ্রিয় টিভি শো দিদি নম্বর ওয়ান এবং দাদাগিরি শুটিং এর স্থান অর্থাৎ রাজারহাট ডি আর আর স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রথমে ষ্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ (ভেনেটি) ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরো একটি ভেনেটি ভ্যানে আগুন লাগে। কিছুক্ষনের মধ্যেই আগুনের লেলিহান পাশে থাকা একটি টিনের শেটে আগুন ছড়িয়ে পড়ে।

এরপর তৎক্ষনাৎ ষ্টুডিও কর্মীরা সবাই মিলে ষ্টুডিও এর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালায়। এই ভয়াবহ আগুনের দাপটে দুটি গাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে যায়। কিছুক্ষনের মধ্যে দমকলের ১ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এছাড়াও খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসেন রাজারহাট থানার পুলিশ।

Related Articles