চাকরি

চুক্তিভিত্তিক যোগা ইনস্ট্রাক্টর পদে নিয়োগ

Yoga Instructor Recuirtment

The Truth of Bengal, Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পূর্ব বর্ধমান জেলায় চুক্তিভিত্তিক যোগা ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হবে। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৪ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। মোট শূন্যপদ ৬০টি। পুরুষদের জন্য ৩০টি আর মহিলাদের জন্য ৩০টি শূন্যপদ রয়েছে। পূর্ব বর্ধমানে ৩০টি আয়ূষ হেল্থ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারে এই নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক ও অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে ২০২৪ সালের মার্চ পর্যন্ত চুক্তি। পরে প্রয়োজনীয়তা অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

কীভাবে আবেদন করতে হবে?

অনলাইনে চাকরির আবেদন করতে হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট “www.wbhealth.gov.in” গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট সংক্রান্ত আবেদনপত্র পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নিজের নাম, ইমেল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে। বিশদ তথ্যের জন্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে।

বয়সসীমা : ২০২৩ সালের ১ জানুয়ারির নিরিখে আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। West Bengal Council of Yoga and Naturopathy থেকে Yoga and Naturopathy-র ওপর ১ বছরের সার্টিফিকেট কোর্স।West Bengal Council of Yoga and Naturopathy অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Yoga র ওপর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই West Bengal Council of Yoga and Naturopathy-র রেজিষ্ট্রেশন থাকতে হবে।

চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বেতন: পুরুষ যোগা ইনস্ট্রাক্টরদের ক্ষেত্রে মাসে ৮ হাজার টাকা (৩২টি সেশন, সেশনপিছু ২৫০ টাকা)। মহিলা যোগা ইনস্ট্রাক্টরদের ক্ষেত্রে মাসে ৫ হাজার টাকা (২০টি সেশন, সেশনপিছু ২৫০ টাকা)।

নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

(নম্বরের পূর্ণ মান:৫০। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশের নম্বর অনুযায়ী সর্বোচ্চ নম্বর ১৫, যোগাভ্যাসে ডিপ্লোমা বা ডিগ্রি বা সার্টিফিকেট অনুযায়ী মোট নম্বর ১৫, ডেমনস্ট্রেশনে মোট নম্বর ১০ আর ইন্টারভিউয়ে মোট নম্বর ১০)

আবেদনমূল্য: স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা আর সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা ধার্য করা হয়েছে।

অফিশিয়াল নোটিফিকেশন PDF-

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/3801.pdf

Related Articles