চাকরি

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

Visva Bharati University Recruitment for Project Associate, How to Apply

The Truth of Bengal: শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ আছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জ্যুলজি বিভাগে সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, ন্যাচারাল বা এগ্রিকালচার সায়েন্সে স্নাতকোত্তর বা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিসিনে স্নাতক, ৪ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকলে বা সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরাল ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

২০২৭ সালের মার্চ পর্যন্ত কাজের সুযোগ আছে। মাসে বেতন মিলবে ৪২ হাজার টাকা করে। এরসঙ্গে বাড়ি ভাড়া বাবদ ভাতা অতিরিক্ত। আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। একটি শূন্যপদ। অনলাইনে ইন্টারভিউ হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের সময় ইমেইল করে জানিয়ে দেওয়া হবে। ৩০ মে’র মধ্যে আবেদনপত্র, সম্পূর্ণ জীবনপঞ্জি ও প্রয়োজনীয় নথিপত্র অধ্যাপক সুদীপ্ত মৈত্রকে ইমেইল করে পাঠাতে হবে। আবেদনের ওপরে লিখতে হবে —” Application for SPA position SERB Project” । এই ইমেইল আইডিতে আবেদন করতে হবে “[email protected]”।

Related Articles