
The Truth Of Bengal, Mou Basu : রাজ্যের মেধাবী চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে সিটিইউ প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ৩ (কোয়ালিটেটিভ সায়েন্স), সিটিইউ প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ২ (নন-মেডিক্যাল) ও সিটিইউ প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ৩ (নন-মেডিক্যাল) পদে নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাটা মেডিক্যাল সেন্টারে সিটিইউ প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ৩ (কোয়ালিটেটিভ সায়েন্স) পদে আবেদনের জন্য ন্যূনতম ৩ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয় ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে সিটিইউ প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ২ (নন-মেডিক্যাল) পদে আবেদনের জন্য প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে সিটিইউ প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ৩ (নন-মেডিক্যাল) পদে আবেদনের জন্য পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ৫টি প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে সিটিইউ প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ৩ (কোয়ালিটেটিভ সায়েন্স) পদে চাকরির জন্য মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা করে। সিটিইউ প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ২ (নন-মেডিক্যাল) পদে চাকরির জন্য মাসে বেতন মিলবে ৯০ হাজার টাকা করে
ও সিটিইউ প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ৩ (নন-মেডিক্যাল) পদে কাজের জন্য মাসে বেতন মিলবে ৭৮ হাজার + ২১০৬০(বাড়ি ভাড়া বাবদ ভাতা) টাকা।
আগ্রহী চাকরিপ্রার্থীদের ইমেইল করতে হবে এই ইমেইল আইডিতে–“[email protected]”। অথবা ডাকযোগে এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে “Suvashis Mukherjee, head, Human Resources, Tata Medical Centre, 14, Major Arterial Road (East-West), Newtown, Kolkata-700160.