IPL 2024

রাজস্থানের বিরুদ্ধে বিরাট কোহলি-ই ভরসা

Virat Kohli is the hope against Rajasthan

The Truth Of Bengal : শনিবার সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। সেই ম্যাচে বেঙ্গালুরু দলের একমাত্র ভরসা বিরাট কোহেলি। বর্তমানে ৪ ম্যাচে ২০৩ রান নিয়ে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এই মূহুর্তে প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহেলি। তিনি যে আইপিএলের সেরা ব্যাটসম্যান সেটা হয়তো এবারের অরেঞ্জ ক্যাপ দিয়ে বিচার করতে হবে না। বিরাট কোহেলি আইপিএল ক্যারিয়ারে ৭৪৬৬ রান করছেন। এটিই এই মূহুর্তে আইপিএলের সর্বাধিক রান।

কোহলিদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত থাকবে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ আইপিএলের এই মরশুমে ৩ ম্যাচে ১৮১ রান করছেন। তিনি এই মূহুর্তে ঠিক অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট কোহেলির ঠিক পিছনেই দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়াও রাজস্থানের স্পিনার যুজবেন্দ্রা চাহাল ৩ মাচে ৬ উইকেট নিয়ে পার্পেল ক্যাপের দৌড়ে ষষ্ঠ স্থানে রয়েছেন।

Related Articles