IPL 2024

‘ এটাই আমার শেষ ‘ মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে এ কি বললেন রোহিত !

'This is my end' what Rohit said about Mumbai Indians!

The Truth Of Bengal :  কেকেআর বনাম মুম্বইয়ের ম্যাচ রয়েছে ইডেনে । তার আগে ইডেনে মুম্বইএর প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা প্রাক্টিস এর সময় কেকেআরের সহকারি কোচ অভিষেক নায়ার কে বলেন এটাই তার শেষ বছর হতে চলেছে। রোহিত কে বলতে শোনা গিয়েছে সব বদলে যাচ্ছে, যদিও সেটা তার হাতে নেই। তবে এই দলটা তার তৈরি করা, এটা তার কাছে মন্দিরের সমান । যদিও এই বদলে তার কিছু যায় আসে না । কারণ এটা তার শেষ বছর বলে তিনি জানিয়েছেন।

মুম্বাইতে পাঁচ বার আইপিএল জেতানো রোহিত কে চলতি আইপিএল এর শুরুতে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় , সেই জায়গায় নিয়ে আসা হয় হার্দিককে । যা মেনে নিতে পারেননি সমর্থকেরা। সেই থেকেই জল্পনা চলছে রোহিত ছাড়তে পারেন মুম্বাই । এবার অভিষেক নায়ার কে যে কথা তিনি বললেন তা রীতিমতো ভাইরাল। এবার বেশ কয়েকটা ম্যাচে হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এর নেপথ্যে হার্দিক পান্ডিয়ার দায়িত্ব নেওয়া বলে মনে করছে সমর্থকেরা। আইপিএল শেষে কি হয় সেদিকেই নজর রাখবে সব মহল।

 

Related Articles