
The Truth Of Bengal : ৫০ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেও শিখর ধাওয়ান জেতাতে পারলেন না পাঞ্জাব কিংসকে। এগিয়ে গেলো লখনৌ সুপার জয়েন্টস। ২১ রানে জয়ী হয়েছে লখনৌ । শনিবাসরীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক পুরান। এই ম্যাচে অর্ধশতরান করেন কুইন্টন ডি’কক ৫৪ । অধিনায়কোচিত ইনিংস খেলেন পুরানও ।
শনিবসরীয় রাতে আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল লখনউ। অনেকেই মনে করছিলেন যে হয়ত এই ম্যাচে চোটের জন্য কে এল রাহুল খেলতে পারবেন না। কিন্তু তেমনটা হয়নি । তিনি খেললেন , তবে শুধু ব্যাটিং করলেন।শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানে শেষ হল পঞ্জাবের ইনিংস। ২১ রানে ম্যাচ জিতল লখনউ। এই ম্যাচে নজর কেড়েছেন মায়াঙ্ক । ২১ বছরের মায়াঙ্ক যাদব। আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ৩ উইকেট নিয়েছেন তিনি ।