আইপিএল চলাকালীন ক্যামেরাম্যানের ওপর ক্ষুব্ধ মাহি, রাগের মাথায় কি করলেন ধোনি?
Mahi angry at the cameraman during IPL, what did Dhoni do in anger?

The Truth Of Bengal : মঙ্গলবার চেন্নাই বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ চলাকালীন ধনী’কে দেখা গেল তাঁর মেজাজ হারাতে। প্রত্যেকটি ম্যাচেই কেন শুধুমাত্র তাঁকে ক্যামেরার কেন্দ্রবিন্দুতে রাখা হবে? সেই কারণেই চেন্নাই এর প্রাক্তন অধিনায়কের রাগ এখন তুঙ্গে! শেষমেশ ক্যামেরাম্যানের দিকে বোতল ছোড়ার ইঙ্গিতও করতে দেখা যায় মাহিকে এদিন। যে দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
MS DHONI reaction after camera man focusing on him 😭😭#CSKvLSG pic.twitter.com/tkdk0CAS9q
— 𝕏⁷ (@LuciferianVerse) April 23, 2024
ভাইরাল হওয়া সেই দৃশ্যে দেখা যায়, চেন্নাই এর ব্যাটিং চলাকালীন মাহি গ্যালারিতে নীচু হয়ে জলের বোতল তুলছেন। আর সেখানেই ক্যামেরাম্যান সামনে থেকে এসে ধোনি’কে তাক করে আড়ালেই স্টেডিয়ামের বড় পর্দায় দেখাচ্ছিলেন। তখনও তিনি বুঝতে পারেননি, যে তাকে ক্যামেরার ফোকাসে রাখা হয়েছে। তবে তা নজরে আসতেই ধোনি সেই জলের বোতল ক্যামেরাম্যানের উদ্দেশ্যে ছোড়ার ভঙ্গি করেন কিছুটা বিরক্ত হয়েই। আর সেই ভিডিও দেখেই রীতিমত মজা পেয়েছেন মাঠে উপস্থিত সকল সমর্থকেরা।