IPL 2024খেলা

জয়ের ‘সূর্য তিলক’ মুম্বই এর কপালে

Truth Of Bengal
চলতি আইপিএলে দ্বিতীয় শতরান করলেন সূর্যকুমার । সঙ্গে জয়ী করলেন দলকে । সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ব্যাট করে ১৭৩ রান তোলে ৮ উইকেট হারিয়ে। জবাবে ১৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে মুম্বাই করে ১৭৪ রান।

মুম্বাইয়ের সূর্য কুমার যাদব শতরান করার পাশাপাশি দলকে জয়ের সূর্য তিলক পরালেন। তার ব্যাটিংয়ে ভর করে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স । সূর্যের তাপে রীতিমতো ঝলসে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। সাত উইকেটে ম্যাচ জিতলেন সূর্যকুমাররা । ঈশান কিশান ৭ বলে ৯ , রোহিত শর্মা ৫ বলে ৪ করেন।

সূর্য ৫১ বলে ১০২ রানের ইনিংস খেলেন, তিনি ১২ টা ৪ ও ৬ টি ছক্কা দিয়ে তার ইনিংস সাজান। ৩২ বলে ৩৭ রানের ইনিংস খেললেন তিলক । তাদের জুটি ১৪৩ রান করে। হায়দ্রাবাদের কাছে প্রথম সাক্ষাতে হেরে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবার যেন তার প্রতিশোধ নিলেন সূর্য কুমার যাদব। মাঝে চোট আঘাত ভুগিয়েছে তাকে । তবুও হাল ছাড়েনি। ফিরে এসে প্রতিশোধ নিলেন তিনি । ষোলো বল বাকি থাকতেই জয় লাভ করলেন হার্দিক পান্ডিয়ারা । এদিকে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান দাঁড়িয়ে আছে নয় নম্বরে। সানরাইজার্স ৪ নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলে ।

 

Related Articles