শ্রমিক দিবসে শিল্পমালিকদের কী বার্তা দিলেন শেখ হাসিনা ?

The Truth Of Bengal: শ্রমিক দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্পমালিকদের উদ্দেশে এবার বিশেষ বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পমালিকদের উদ্দেশে তার বক্তব্য- ” যে শ্রমিকেরা তাদের কঠোর শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে মালিকদের জীবন–জীবিকা উন্নত করা অথবা বিলাসবহুল জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে, সেখানে তাঁরা বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষভাবে নজর দেবেন সেটাই আমি চাই।”
এদিন প্রধানমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বলেন- ” আমি জানি, বাংলাদেশে কিছু ভাড়াটে লোক কথায় কথায় শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এখন যে কারখানা আপনাদের ভাত–কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন–জীবিকার ব্যবস্থা করছে, এই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান, ভাঙচুর করেন, তাহলে ক্ষতিটা কার হচ্ছে? এতে নিজের যেমন ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, তেমনি দেশেরও ক্ষতি হচ্ছে। মালিকদেরও ক্ষতি হচ্ছে। কিন্তু মালিকদের তো আর একটা ব্যবসা থাকে না, আরও অনেক ব্যবসা থাকে। তাঁরা হয়তো ক্ষতি পুষিয়ে নিতে পারেন। কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি তো আপনারা নিজেরা করেন।”
সব মিলিয়ে, শ্রমিকরা যাতে ন্যায্য অধিকার এবং সম্মান পান, সেই বিষয়ে শিল্পমালিকদেরকে সচেতন থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।