আন্তর্জাতিক

“আমাদের কোন সম্পর্ক নেই”, পহেলগাঁও জঙ্গি হামলায় বিবৃতি দিল পাকিস্তান

'We have no relations': Pakistan on Pahalgam terror attack

Truth of Bengal: Pahalgam এই ঘটনার কয়েক ঘণ্টা পর পাকিস্তান তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, এই হামলার সঙ্গে তাদের “কোনো সম্পর্ক নেই”।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে বলেন, “পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোন সম্পৃক্ততা নেই। আমরা সকল প্রকার সন্ত্রাসবাদের বিরোধিতা করি।”

তিনি বলেন, “এই হামলা ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভের ফল। নাগাল্যান্ড থেকে কাশ্মীর, মণিপুরসহ বিভিন্ন রাজ্যে সরকারবিরোধী অস্থিরতা চলছে। এটা সম্পূর্ণভাবে দেশের ভেতরের বিষয়।”

আসিফ আরও বলেন, “ভারতের বিভিন্ন রাজ্যে — নাগাল্যান্ড, মণিপুর, কাশ্মীর ও ছত্তিশগড়ে — কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। সরকার মানুষকে শোষণ করছে। তাই এই ধরনের হামলা ঘটছে।”

“আমরা কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করি না। স্থানীয়দের লক্ষ্যবস্তু বানানো উচিত নয়, এটা নিয়ে আমাদের কোন সন্দেহ নেই,” তিনি বলেন।

তবে তিনি এটাও বলেন, “যখন স্থানীয় গোষ্ঠীগুলো ভারতের কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করছে, তখন পাকিস্তানকে সহজেই দোষারোপ করা হয়।”

পহেলগাঁওয়ের কাছে এক জনপ্রিয় পর্যটনস্থলে জঙ্গিরা মঙ্গলবার দুপুরে গুলি চালায়। এতে ২৬ জন নিহত হন। এটি ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর উপত্যকায় সবচেয়ে ভয়ঙ্কর হামলা।

নিহতদের মধ্যে দু’জন বিদেশি – একজন সংযুক্ত আরব আমিরাত ও একজন নেপালের নাগরিক। এছাড়া দু’জন স্থানীয়রাও নিহত হন। নিহত পর্যটকদের মধ্যে কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বাসিন্দারা রয়েছেন। আহতদের মধ্যে একজন গুজরাট, তিনজন তামিলনাড়ু ও দুইজন মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানিয়েছে প্রশাসন।

Related Articles