নিউইয়র্কে শ্যুটআউটের জেরে মৃত্যু হল দুই বাংলাদেশি যুবকের!

The Truth Of Bengal: শনিবার নিউইয়র্কে বেলা গড়াতেই শ্যুটআউটের জেরে কেঁপে ওঠে বাফেলো শহর। হঠাৎই ঘটে যাওয়া এই দুষ্কৃতী হামলায় সেখানে লুটিয়ে পরেন দুই যুবক। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে বিষয়টি সম্পর্কে বলা হলে পুরো বিষয়টি সামনে আসে। সূত্রের খবর, শনিবার দুপুর ১২টা নাগাদ ওই দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। এবং পুলিশ বিষয়টি সম্পরকে বলেছেন যে, এখনও কেবল তদন্ত চলছে, ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
তবে নিহতদের প্রতিবেশি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, নিহত দুজন তাঁদের প্রতিবেশী। তাঁদের একজনের নাম বাবুল উদ্দিন। তাঁর বাড়ি কুমিল্লায়। আরেকজন সিলেটের ইউসুফ মিয়া। হত্যাকাণ্ডের সময় শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকায় বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। তাঁর সঙ্গে ইউসুফ মিয়া ছিলেন।
মর্মান্তিক এই ঘটনার পর উভয়ের দেহই পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। স্বাভাবিকভাবেই নিহতদের পরিবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এবং বিচারের দাবিতে বাংলাদেশের প্রশাসনের তরফ থেকেও এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তবে সব মিলিয়ে, শ্যুটআউটের এই ঘটনায় যে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে নিহতদের পরিবার, তা বলাবাহুল্য।