মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তিব্বত, তীব্র শৈত্যপ্রবাহের জেরে বাধা পাচ্ছে উদ্ধার কাজ
Tibet has become a place of death, rescue work is hampered due to severe cold current

Truth Of Bengal : প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করেছে তিব্বত কে। গতকালের ভয়াবহ ভূমিকম্পে রীতিমত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তিব্বত। তিব্বতে আনুমানিক মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩০ অন্যদিকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ কাছাকাছি। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে রয়েছে বলে ধারণা। তাঁদেরকে তন্ন তন্ন করে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।
মঙ্গলবার সাতসকালে হওয়া ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল ভারত সহ মত ৫ টি দেশ। এই ভয়াবহ ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। এই ভূমিকম্পের প্রভাব পড়ে ভুটান ও নেপাল সীমান্তেও। ভূমিকম্পের উৎপত্তিস্থল তিব্বতের তিংরি প্রদেশ। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল। সূত্রের খবর এই ভূমিকম্পের উৎস স্থল নেপাল – তিব্বত সীমান্তবর্তী অঞ্চল। পরপর ৭ বার হয় আফটার শক। পেরিয়েছে ১ দিন তবু থামেনি উদ্ধার কাজ। ভেঙে গিয়েছে বহু বাড়ি। আশঙ্কা সেই বাড়ি এবং দোকানের নিচে এখনও পড়ে থাকতে পারে বহু মানুষের লাশ। এইদিকে বর্তমানে সেখানে তাপমাত্রা এখন হিমাঙ্কের নীচে। হাড় কাঁপুনি শীতে বাধা পাচ্ছে উদ্ধার কাজ। চিনা সেনারা এখনও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তিব্বতে দিনের বেলাতেও তাপমাত্রা থাকছে মাইনাস ৮ ডিগ্রিতে। রাতের দিকে আরও কনকনে শীত। ক্রমাগত বইয়ে চলেছে শীতল হাওয়া। ঘটনাস্থলে এখনও পর্যন্ত ৫০০ বেশি কর্মী রয়েছে, রয়েছে ১০০ বেশি অ্যাম্বুল্যান্স। ধ্বংসপ্রাপ্ত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে তাঁবু, খাবার, জেনারেটর। ধ্বংস হয়ে গেছে একাধিক রাস্তা, সেই সব রাস্তা সরানোর কাজ চলছে।