আন্তর্জাতিক

প্যারিস অলিম্পিকে রক্তের বন্যা বইবে, ভিডিয়ো শেয়ার করে হুমকি হামাস জঙ্গির!

There will be a flood of blood in the Paris Olympics, the threat of Hamas militants by sharing the video!

The Truth Of Bengal :  প্যারিস অলিম্পিক নিয়ে এবার বড়সড় হুমকি সামনে এল। হামাস জঙ্গির তরফ থেকে এ ধরনের হুমকি এসেছে। সেই ভিডিয়ো শেয়ার করে হামাস সন্ত্রাসীর পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিয়ো ঘিরে তোলপাড় গোটা বিশ্ব। একটি ট্রিগারিং ভিডিয়ো এটি। একজন মুখোশধারী ব্যক্তি আরবি ভাষায় হুমকি দিয়েছে প্যারিস অলিম্পিকে রক্তের বন্যা বইবে। এই মুহূর্তে প্যারিস অলিম্পিকের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আর মাত্র দু দিন বাকি। আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক গেমস। এবারের অলিম্পিক প্রতিযোগিতা চলবে ১১ আগস্ট পর্যন্ত। বিশ্বের একাধিক দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অলিম্পিক গেমস এর জন্য প্যারিস সেজে উঠেছে। নিরাপত্তার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নিয়েছে আয়োজক দেশ। এরই মাঝে এই হুমকি ভিডিও সামনে এসেছে।

অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে চলেছে ইজরায়েলও। ওই হুমকি ভিডিয়োতে মুখোশধারী ব্যক্তি ফ্রান্স এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে হুমকি দিয়েছে। প্যালেস্টাইনের সাথে বিশৃঙ্খলার জন্য জাইনিস শাসনের পক্ষ নেওয়ার জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে।

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে মুখোশধারী ব্যক্তি এই হুমকি দিয়েছে তার বুকে প্যালেস্টাইনের পতাকা লাগানো গাঢ় পোশাক। এমনকি একটা নকল কাটা মাথা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে রয়েছে। অনুমান করা হচ্ছে হামাস জঙ্গি গোষ্ঠীর এই ঘটনা্য পিছনে হাত রয়েছে। তবে হামাস জঙ্গিগোষ্ঠীর অফিশিয়াল চ্যানেলে এই ভিডিয়ো পোস্ট করা হয়নি। তার কোন লিঙ্ক নেই। এই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন সামনে এসেছে।

তবে প্যারিস প্রশাসন বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নিচ্ছে না। ওই ভিডিয়োর ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। অলিম্পিক গেমসে নিরাপত্তার কোন ঝুঁকি রাখতে নারাজ আয়োজক দেশ। কারণ অলিম্পিকে এধরনের জঙ্গী নাশকতার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক গেমসে এ ধরনের নাশকতার ঘটনা ঘটেছিল। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক গেমসের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে।

২০২৪ সালের অলিম্পিক গেমসে কতগুলি দেশ অংশ নিচ্ছে: মাত্র হাতে আর দুদিন। অলিম্পিকের আসর বসছে প্যারিসে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন প্যারিসে। আয়োজক তরফ থেকে জানা গিয়েছে প্যারিস অলিম্পিক এর জন্য আইওসি নিশ্চিত করেছে যে ২০৬ টি জাতীয় অলিম্পিক কমিটি অংশ নিচ্ছে।

Related Articles