বাংলাদেশের উপর আশাবাদী জাতিসংঘ, জানালেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ডুজারিক
The United Nations is optimistic about Bangladesh, said Dujarric, the spokesperson of the UN Secretary General

Truth Of Bengal: একের পর এক সমস্যার সম্মুখীন হয়ে চলেছে ওপার বাংলা। কখনো হামলা কখনো বা বন্যা প্রমুখ সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে বাংলাদেশ। এর মাঝে আওয়ামী লীগের শাসনকালে ক্রমশ দুর্নীতিগ্রস্ত হয়ে চলেছে ওপার বাংলার সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক মনে করছেন উক্ত বিষয়ের জেরে বাংলাদেশ পরিচালনায় একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নয়া অন্তর্বর্তী সরকার। ২৬ আগস্ট সোমবার জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তিনি।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, “আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ও মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। আমরা আশাবাদী, তারা আইনের শাসন এবং ন্যায়বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে।”
উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতা ও সেনাবাহিনীর চাপে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন আর তারপরেই কোনো শর্ত ছাড়াই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার সিধান্ত নেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।
জানা গিয়েছে, ওপার বাংলা থেকে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে গুমবিরোধী সনদে অন্তর্ভুক্তির বিষয়ে চিঠি পাঠানো হবে। জাতিসংঘের মানবাধিকার পরিষদে এই সনদটি অবস্থিত, অর্থাৎ পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য জেনেভার মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরে ওই চিঠিটি পাঠাবেন জাতিসংঘের মহাসচিব।