দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মবিরতি স্থগিত চিকিৎসকদের
The strike of the doctors has been suspended

Truth Of Bengal: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর ঘটে গেলো বড়সড় হামলার ঘটনা। আর এরপরই রবিবার সারা দেশ জুড়ে চিকিৎসকেরা ক্ষোভে ফেটে পড়ে। এদিন সকাল থেকেই হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ দেখায় দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। এমনকি তাদের এদিন কাজে যোগ দিতেও দেখা গেলো না।
এরপর দাবি পূরণের আশ্বাস পেয়ে রবিবার রাত পৌনে আটটার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক শিক্ষার্থী। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় গাফিলতিতে শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকদের মারধর করা হয়। মারধরের ঘটনায় শনিবার বিকেল থেকেই রবিবার পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আর এদিনই মৃত্যুর পর তোলপাড় পরিস্থিতির মাঝেই হাসপাতালে ঢুকে পড়ে সন্ত্রাসীরা।
হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। এমনকি চিকিৎসকদের মারধরও করা হয়। শুধু এই প্রথম নয়, এর আগেও জুলাইয়ের মাঝামাঝি ছাত্র আন্দোলনের সময় হাসপাতালে ভর্তি থাকা আহত শিক্ষার্থীদের ওপরও হামলার ঘটনা ঘটে।আর তখন থেকেই রোগী ও চিকিৎসকদের নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে আসে। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা। এমনকি চিকিৎসকদের কর্মস্থলে ও হাসপাতাল চত্বরে জোড় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানা যাচ্ছে।