রবিবার বাংলাদেশে আহত পুলিশকর্মীদের দেখতে হাসপাতালে যাচ্ছেন নয়া স্বরাষ্ট্র উপদেষ্টা
The new Home Affairs Adviser is going to the hospital to visit injured policemen in Bangladesh on Sunday

The Truth of Bengal : বাংলাদেশের সম্প্রতি হামলার জেরে আহত হওয়া পুলিশকর্মীদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেখতে যাবেন ওপার বাংলার বর্তমান অন্তর্বর্তী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। পুলিশ সদরদপ্তরের এআইজি ইনামুল হক সাগর গত ১০ আগস্ট শনিবার রাতে এ কথা জানিয়েছেন।পুলিশ সদরদপ্তরের এআইজি জানান, রবিবার বেলা ১১টা নাগাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কর্মীদের দেখতে যাবেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
আন্দোলনের জেরে ও ছাত্রদের বলে অবশেষে চলতি মাসের ৫ তারিখ পতন ঘটেছে শেখ হাসিনা সরকার তথা আওয়ামী লীগের। কিন্তু ওই দিন বিকাল থেকে ঢাকার বহু থানায় ভাঙচুর-হামলা ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের উপরও হামলা করা হয়। ওই হামলার ঘটনায় যেসব পুলিশকর্মী আহত হয়েছেন বর্তমানে তাঁরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের সদরদপ্তর জানিয়েছে, বাংলাদেশে ১০ আগস্ট বেলা ৩টা পর্যন্ত ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কাজ কর্ম শুরু হয়েছে। জেলার ক্ষেত্রে ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানায় কাজ শুরু হয়, আর এদিকে মেট্রোপলিটনের ১১০টির মধ্যে ৮৪টি থানা কাজ শুরু করে।