আন্তর্জাতিক

বন্যার্ত মানুষের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা, শিক্ষার্থীদের উদ্যোগে চলছে অর্থ সংগ্রহের কাজ

The members of the anti-discrimination student movement are working to collect money on the initiative of the students

Truth Of Bengal: বন্যার্ত মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য শনিবার থেকে টানা তিন দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণত্রাণ সংগ্রহ  শুরু  করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা শুক্রবার যে পরিমাণ ত্রাণসামগ্রী টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে তুলে দিয়েছেন, তা বহন করতে প্রায় ৫০টি ট্রাক লেগেছে।

সারাদিন ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহের পর রাতেও প্যাকেজিংয়ের কাজে যোগ দিতে দেখা যায় বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রীদেরকে। এরপরে দুর্গত এলাকাগুলিতে ট্রাকে করে ত্রাণ পাঠানো হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে টিএসসির ফটকে আবারও ত্রাণ সংগ্রহ কর্মসূচির সুচনা হয়েছে, আর চলবে টানা রাত আটটা পর্যন্ত। শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা  ৫০ হাজার ১৯৬ টাকা ইতিমধ্যেই জমা পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে শামিল হয়েছেন বিভিন্ন মানুষ।

কাউকে ব্যক্তিগত গাড়ি, কাউকে ভ্যানে করে আবার কাউকে ছোট ট্রাকে করে ত্রাণ নিয়ে নিয়ে যেতে দেখা যায়। অনেকে আছেন যারা নগদ অর্থ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ত্রাণ হিসেবে বোতলে করে জল, ও খাবার স্যালাইন, কেউ মুড়ি-চিড়া, কেউবা বিস্কুট, আবার কেউ খেজুরসহ বিপুল পরিমাণ বিভিন্ন শুকনো খাবার নিয়ে আসেন বিভিন্ন মানুষ ৷ বন্যায় কবলিত মানুষদের জন্য ইতিমধ্যে ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ, এবং স্যানেটারি প্যাডও জোগাড় করা হয়।

বন্যাকবলিত এলাকার মানুষের জন্য প্রায় ২০ ট্রাক ত্রাণসামগ্রী সংগৃহীত করা হয়েছে। প্যাকেজিংয়ের কাজ শেষ করে ত্রাণসামগ্রীগুলি দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে। এইরকম একটা উদ্যোগের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা নিজেদের মতো করে সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ ও অর্থ সংগ্রহে নেমে পড়েছেন। আবার কেউবা ছোট ছোট বাক্স নিয়ে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করার কাজে নেমেছেন। তাছাড়াও কেউ বুথ বসিয়ে ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহ শুরু করেছে। বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগেও চলছে অর্থ সংগ্রহের কাজ। সকলের একটাই উদ্দেশ্য যে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

Related Articles