কেজরিওয়ালের গ্রেফতারিতে সরব রাষ্ট্রপুঞ্জ
The entire nation is in favor of Kejriwal's arrest

The Truth of Bengla: ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তার সেই গ্রেফতারিকে ঘিরে প্রতিবাদের ঝড় শুধুমাত্র দেশেই নয়, আন্তর্জাতিক স্তরেও প্রভাব ফেলেছিল। আর সেই তালিকায় জার্মানি, আমেরিকার পর এবার যুক্ত হল রাষ্ট্রপুঞ্জের নামও। রাষ্ট্রপুঞ্জের তরফে বলা হয়েছে- “আমরা আশা রাখি ভারত-সহ যে দেশগুলিতেই নির্বাচন হচ্ছে সেখানে রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, যাতে অবাধ, সুষ্ঠু এবং ভয়হীন পরিবেশে প্রত্যেকে ভোট দিতে পারেন।
“এ ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও এই দেশে বহু নির্বাচন হয়েছে কিন্তু ভারতের ‘রাজনৈতিক অস্থিরতা’ নিয়ে এর আগে কেউ-ই কখনও প্রশ্ন তোলেনি। বরং আমেরিকা-সহ বহু দেশে বৃহত্তম এই গণতন্ত্রের নির্বাচন প্রক্রিয়ারা তারিফই করেছে একাধিকবার। তা হলে এমন কী ঘটল, যে কারণে কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠ সরকার থাকা সত্ত্বেও ‘পলিটিক্যাল আনরেস্ট’ নিয়ে প্রশ্ন করা হচ্ছে রাষ্ট্রপুঞ্জকেও? তার কিছুটা আভাস রয়েছে দুজারিকের বক্তব্যে।
তিনি জোর দেন, ‘রাজনৈতিক অধিকার ও নাগরিক অধিকার’-এর উপরে। বিশ্লেষকরা অনেকেই মনে করছেন, এর মধ্যেই লুকিয়ে রয়েছে ‘রাজনৈতিক অস্থিরতার’ ব্যাখ্যা। অবশ্য, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত- সব সময়ে যে সরকার পড়ে গেলে বা তার বারবার পরিবর্তন ঘটলে তবেই রাজনৈতিক অস্থিরতা বলা হবে তা কিন্তু নয়। সেই দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ কী, বিরোধী দলগুলো বিনা বাধায় কতটা ফাংশন করতে পারছে, সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার সুরক্ষিত রয়েছে কি না, সবটাই এর মধ্য অন্তর্গত।