আন্তর্জাতিক

ক্ষোভের জেরে খুনের সিদ্ধান্ত! জাহাজ মাস্টার-সহ ৭ জনের খুনের ঘটনায় গ্রেফতার ১

The decision to kill because of anger! 1 arrested in the murder of 7 people including ship master

Truth Of Bengal: জাহাজে সাত খুনের ঘটনারা কিনারা করলো র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা। এই ঘটনায় জড়িত জাহাজেরই এক কর্মচারী আকাশ মণ্ডল ওরফে ইরফান। প্রথমে ক্ষোভের জেরে জাহাজ মাস্টারকে খুন। পরে ধরা পড়ার ভয়ে জাহাজে থাকা বাকি সাতজনকে খুনের চেষ্টা করেন, যদিও তাদের মধ্যে একজন বরাত জোরে প্রাণে বেঁচে যান। অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে প্রশাসনিক আধিকারিকরা।

অভিযুক্তকে গ্রেফতারির পরে বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন র‍্যাব-১১-এর উপ–অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি এই ঘটনার বিবরণে জানান, নিয়মিত বেতন-ভাতা এবং ছুটি পাচ্ছিলেন না ধৃত আকাশ মণ্ডল। যার জেরে দীর্ঘদিন ধরেই জাহাজ মাস্টারের প্রতি ক্ষোভ জমেছিল তার মধ্যে। অবশেষে কষে ফেলে খুনের ছক। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে  প্রথমে জাহাজ মাস্টারকে খুন করে। এরপরেই ধরা পড়ার ভয়ে, জাহাজে থাকা বাকি সাত জনকে মেরে ফেলার চেষ্টা করে। যাদের মধ্যে একজন বেঁচে যায়।

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা খালের মুখে নোঙর করা জাহাজটিতে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‍্যাব-১১ ও র‍্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে বাগেরহাটের চিতলমারি থেকে আকাশকে গ্রেফতার করে। জাহাজটিতে প্রায় ৮ মাস ধরে লস্কর পদে কর্মরত ছিলেন।

সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, আকাশকে হাইমচর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে আগে কোনো মামলা নেই। তিনি মাদক সেবন করতেন না বলে র‍্যাবকে জানিয়েছেন। আকাশের কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, একটি ব্যাগ, ঘুমের ওষুধের খালি পাতা, নিহত ব্যক্তিদের ব্যবহৃত পাঁচটি ও আকাশের ব্যবহৃত দুটিসহ মোট মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে আধিকারিকরা।

Related Articles