আমেরিকায় মিলল ভারতীয় ছাত্রের দেহ! কেন খুন হচ্ছেন এদেশের পড়ুয়ারা ?
The body of an Indian student found in America! Why are the students of this country being killed?

The Truth Of Bengal : ভারতীয় পড়ুয়াদের দেহ উদ্ধার হচ্ছে আমেরিকায়। আবারও দেহ মিলল। এবার ভারতীয় ছাত্র মহাম্মদ আব্দুল আরাফাতের দেহ মিলেছে ওহাইওর ক্লিভল্যান্ডে।
Anguished to learn that Mr. Mohammed Abdul Arfath, for whom search operation was underway, was found dead in Cleveland, Ohio.
Our deepest condolences to Mr Mohammed Arfath’s family. @IndiainNewYork is in touch with local agencies to ensure thorough investigation into Mr… https://t.co/FRRrR8ZXZ8
— India in New York (@IndiainNewYork) April 9, 2024
পরিবারের তরফে জানা গেছে, হায়দরাবাদের নাচারামের বাসিন্দা মহাম্মদ আবদুল আরাফাত। এই বছরের ৭ মার্চ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন।পরিবার তাতে উদ্বিগ্ন ছিল। ভারতীয় দূতাবাসও এবিষয়ে খোঁজখবর শুরু করে।তার মাঝে আবদুলের দেহ উদ্ধারের কথা জানানো হয়েছে, নিউইয়র্কের ভারতীয় দূতাবাসের তরফ থেকে। ‘এক্স’- হ্যান্ডেলে একটি পোস্টে বলা হয়েছে, এটা খুবই দুঃখের যে মহাম্মদ আবদুল আরাফাতের মৃতদেহ মিলেছে। যার জন্য অনুসন্ধান চলছিল। ওহাইওর ক্লিভল্যান্ডে তাঁর দেহ পাওয়া গিয়েছে।
ছাত্রের মৃত্যুর তদন্ত নিশ্চিত করার জন্য দূতাবাস স্থানীয় সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করছে৷ মৃতদেহ ভারতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টাও করছে বলে জানিয়েছে।এর আগেও ভারতীয় ছাত্রদের দেহ উদ্ধার হয়েছিল।এভাবে দেহ উদ্ধারের ঘটনা বাড়ায় কেউ কেউ আশঙ্কা করছেন,ভারত বিদ্বেষী কোনও নাশকতাকারী সংস্থা কী এই কাজ করছে ? নাকি ব্যক্তিগত শত্রুতা থেকেই প্রাণনাশের প্রবণতা বাড়ছে।