ইউনুসের গঠিত ৬ কমিশন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ঠিক কোন পথে এগোবে
The 6 commissions formed by Yunus will proceed in the right direction in terms of state reform

Truth Of Bengal: সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করে ফেলেছেন। প্রাথমিক ভাবেই এই কমিশন গঠন করা হয়েছে। জানা যাচ্ছে, ওই ছয়টি কমিশনের মধ্যে তিনটির প্রধানের সাথে আলোচনা সেরেছেন ডয়চে ভেলে৷
ওই আলোচনায় তিন প্রধান জানান, ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে যথাযথ ভাবে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। সংস্কারের কাজ তিন মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে বলেও তিনি জানান। পূর্ণাঙ্গ কমিশন গঠন করার পরেও সরকারের দেওয়া টার্মস অব রেফারেন্সের ভিত্তিতে কাজ শুরু করবেন বলেও তিনি জানিয়ে দেন। আগামী ১ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ কমিশনের তরফে কাজ শুরু করে তিন মাসের মধ্যে তাঁদের রিপোর্ট জমা দিতে হবে।
এইরকম চিন্তাভাবনা করেই কমিশনকে এগনোর নির্দেশ দেওয়া হয় ওই তিন প্রধানের তরফে। গত বুধবার জাতির উদ্দেশে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি ভাষণ দিয়ে বলেন যে, তারা মনে প্রাণে সংস্কারের মাধ্যমে নতুন ভাবে নিজেদের আত্মপ্রকাশ করতে চান। তিনি এও জানান, প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে গঠিত ওই ছয়টি কমিশনকে কাজ পরিচালনার কারণ হিসেবে সমস্ত দায়িত্ব সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই এই সংস্কার করার চিন্তাভাবনা করা হয়েছে বলেই মনে করছে বাংলাদেশের ইউনুস সরকার। ছাত্র-জনতার আকাঙ্খার যাতে প্রতিফলন ঘটে সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই এই কমিশন গঠন করা হয়েছে। এবং পরবর্তীতে এই কমিশন কীভাবে কাজ করবে এবং কমিশনের সুপারিশগুলো ঠিক কোন পথে বাস্তবায়ন করা সম্ভব হবে সেই দিকটি ভালোভাবে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেই জানা যাচ্ছে।