প্রার্থনার লাইভস্ট্রিমিংয়ের সময় আক্রান্ত সিডনির চার্চের বিশপ ও উপাসনাকারীরা, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই গ্রেফতার হামলাকারী
Sydney church leader stabbed and worshippers attacked during live stream of sermon

The Truth of Bengal: সিডনির দ্য গুড শেপার্ড চার্চে ভয়ঙ্কর কাণ্ড। বীভত্স দৃশ্য সামনে আসতেই শোরগোল বিশ্বজুড়ে। যেখানে দেখা যাচ্ছে,সিডনির চার্চের লিডার ও উপাসনায় যুক্ত মানুষদের ছুরি নিয়ে হামলা করা হচ্ছে। বিশপ মারি এমানুয়েল যখন যীশুর উদ্দেশ্যে প্রার্থনা করছিলেন তখন এই হামলা হয়। সোমবার সন্ধ্যায় সিডনির শেপার্ড চার্চে ঘটে নৃশংসতম ঘটনা। লাইড স্ট্রিমিং চলার সময় এই শিউরে ওঠা হামলা হয়। ভিডিয়োয় দেখা যাচ্ছে একজন ছুরি হাতে মানুষ প্রার্থনা বেদির দিকে এগিয়ে যাচ্ছেন।তারপরই একাধিকবার ছুরি নিয়ে কোপাচ্ছেন চার্চের প্রধানকে। সেখানে যাঁরা ধর্মসভায় হাজির ছিলেন তাঁরা তাকে ধরে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই তত্পরতা শুরু হয় সিডনি প্রশাসনের। গ্রেফতার করা হয়েছে আক্রমণকারীকে। চার্চের ইউটিউবের ভিডিয়োয় দেখা যাচ্ছে,ছুরি নিয়ে হামলা হওয়ার পরই বিশপ মানসিক আঘাত পান। কারণ বিশপের ওপর লাগাতার হামলা করে আক্রমণকারী। তাঁর মুখ ও মাথায় ভয়াবহ ঘটনায় নিন্দার ঝড় ওঠে।
অন্যদিকে, আক্রমণকারীকে দেখা যাচ্ছে শান্ত ও ধীরভাবে এগিয়ে যাচ্ছে চার্চের উপাসনা বেদির দিকে।সেসময় যাঁরা উপাসনায় যুক্ত ছিলেন তাঁরা আক্রমণকারীকে পাকড়াও করার জন্য উঠেপড়ে লাগে। তারা ধরতে গেলে বেঁধে যায় খণ্ডযুদ্ধ।হামলাকারী পালানোর জন্য ছটফট করতে থাকে। দুপক্ষের তুমুল সংঘাত স্পষ্ট হয়।হামলাকারী উন্মত্ত আচরণ করে।সে আরও অন্ততঃ ৩জনকে ছুরিকাঘাত করে। যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের পুলিশ চিকিত্সার ব্যবস্থা করে। তাঁদের জীবনের শঙ্কা সেভাবে নেই বলে জানা যাচ্ছে। এবিষয়ে ফেয়ারফিল্ডের ডেপুটি মেয়র চারবেল সালিনা জানিয়েছেন ছুরিবিদ্ধ হওয়ার পর বিশপ উঠে দাঁড়ান। আক্রমণকারীদের ওপর হাত রাখে ,তারপর তিনি প্রার্থনা শুরু করে দেন।
এবিষয়ে এক ব্যক্তি এক্সে লিখেছেন, এটা খুব দুঃখের সঙ্গে আমি পোস্ট করছি।সিডনির গুড শেপার্ড চার্চের বিশপ মারি মারি এমানুয়েল একাধিকবার ছুরিবিদ্ধ হয়েছেন। আমি প্রায়ই এই কথা বাইবেলের পেজে পোস্ট করেছি। তিনি রোজকার মতো লাইভস্ট্রিমিং করছিলেন।যখন তিনি প্রার্থনায় অংশ নেন তখন তাঁর ওপর হামলা নেমে আসে। এবিষয়ে এই সময়ে আর অন্যকোনও তথ্য আমার কাছে নেই। অনুগ্রহ করে তাঁর জীবনের সুস্থতা কামনা করে আপনারা প্রার্থনা করুন।
আরও এক উপাসনাকারী জানিয়েছেন,অভিযুক্ত গ্রেফতারের পরই চার্চের বাইরে বিশৃঙ্খলার দৃশ্য প্রকাশ্যে এসেছে।সেখানে ৫হাজারের কাছে মানুষ ছিলেন।যাঁরা এই হামলার পর ক্ষোভ প্রকাশ করেন।হামলাকারীকে বের করে আনার জন্য গলা জোরালো করেন। নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রাইস মিনস বলেন,চার্চের বিশপের ওপর হামলার জন্য সবাই প্রার্থনা করছেন।সবাই চাইছেন বিশপ দ্রুত সুস্থ হয়ে উঠুন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের এই হামলার পর ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। তিনি আরও লিখেছেন, সিডনির পুলিশ কমিশনারের কাছ থেকে এই বিশৃঙ্খল পরিস্থিতির