
The Truth of Bengal: প্রতিবছর সুইডেনে হাড় কাঁপুনি শীত থাকে। সেটা নতুন কিছু নয়। তবে বছরের শুরুতেই সুইডেনের পারদ এতটাই নেমেছে যে রেকর্ড গড়েছে। সুইডেনে ঠান্ডার ২৫ বছরের রেকর্ডকে হার মানাল চলতি বছর। পারদ নেমেছে মাইনাস ৪৩ ডিগ্রি তে । রাস্তা থেকে শুরু করে সুইডেনের সর্বত্রই ঢেকেছে শ্বেতশুভ্র বরফে। ১৯৯৯ সালে সুইডেনের তাপমাত্রা ছিল মাইনাস ৪৯ ডিগ্রি সেলসিয়াস। এই সালের পর থেকে আর কোন সাল শীতকালীন তাপমাত্রা রেকর্ড করতে পারেনি।
সুইডেনের হাওয়া অফিস জানিয়েছে চলতি বছর সুইডেনের তাপমাত্রা ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সুইডেনের হাওয়া অফিসের প্রধান ম্যাথিয়াস লিন্ড জানিয়েছেন ১৯৯৯ সালের পর ২০২৪ সাল এই প্রথম সুইডেন তাপমাত্রার রেকর্ড ভাঙল। কিছুদিন আগে সুইডেনের উত্তরঞ্চলের কভিকজোকক আরেনজার্কা স্টেশনে তাপমাত্রা ছিল মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস।
শুধু উত্তরের কভিকজোকক আরেনজার্কা স্টেশনে নয় উত্তরের প্রায় সব অঞ্চলেরই পারদ ৪০ ডিগ্রির আশেপাশে ওঠা নামা করছে। ব্যপক তুষারপাতের কারণে ব্যহত হয়েছে যান চলাচলও। কেবল সড়ক পথে নয় ট্রেন চলাচলও ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বাস চলাচল। ট্রেন চলাচলের ক্ষেত্রেও বন্ধের সিদ্ধান্ত নিতে পারে সুইডেন প্রশাসন। হাড় কাঁপুনি শীতে সমস্যায় পড়তে হচ্ছে সুইডেন বাসিন্দাদেরও। পাইপের জল কল থেকে পরার আগেই বরফে পরিণত হচ্ছে ফলে একাধিক একালার মানুষকে জল ছারায় থাকতে হচ্ছে।