আন্তর্জাতিক

ব্রিটেনে দাঙ্গা-ভাঙচুর পরিস্থিতি! হুশিয়ারি ব্রিটেন প্রধানমন্ত্রীর

Riot-vandalism situation in Britain! Alert Britain Prime Minister

The Truth Of Bengal: মধ্য-বামপন্থী ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টার্মার অতি-ডানপন্থীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, দাঙ্গাকারীদের এর ফল ভোগ করতে হবে। তিনি ঘটনাটিকে অতি ডানপন্থীর গুন্ডামি বলে ব্যাখ্যা করেছেন।আগের সপ্তাহের শেষের দিকে শনিবার এক দুষ্কৃতী ব্রিটেনের সাউথপোর্টে এক নাচের ক্লাসে ছুরি নিয়ে হামলা চালায়, সে ঘটনায় তিনটি মেয়ে নিহত হয়েছেন। এর পরই এ ঘটনাটিকে কেন্দ্র করে অভিবাসী বিরোধী বিক্ষোভ শুরু হয় গোটা ব্রিটেনে। রবিবার থেকে সেই বিক্ষোভ হিংসার রূপ নিয়েছেন। অভিবাসীদের উপর যেকোনো যায়গায় হামলা করা হয়, এমনকি যে হোটেলে অভিবাসীরা আশ্রয় নিয়েছিলেন সেখানেও ভাঙচুর করা হয়েছে।

সাউথপোর্টের ওই হামলার ঘটনার পর চারিদিকে রটানো হয় যে হামলাকারী ব্যক্তি একজন ইসলামি কট্টরপন্থী ও অভিবাসী। তবে পুলিশ জানান, ‘এ ঘটনাকে তাঁরা সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখছেন না, আর ওই হামলাকারীর মানুষটির জন্ম ব্রিটেনেই। এ পর্যন্ত গোটা দেশে প্রায় ১৫০ জন বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে। রবিবার দিন গ্রেফতারির কথা সামনে আসতেই ব্রিটেনের বহু জায়গায় নতুন হিংসা ছড়ায়। রবিবার অতি-ডানপন্থীরা ব্রিটেনের ব্ল্যাকপুল, ম্যাঞ্চেস্টার, ব্রিস্টল, লিভারপুল, হাল এলাকায় মুসলিম অভিবাসী বিরোধীরা বিক্ষোভ সৃষ্টি করে। এদিকে বিক্ষোভকারীরা সাউথ ইয়র্কশায়ায় অভিবাসীদের আশ্রয় নেওয়া একটি হোটলে আগুন লাগানোর চেষ্টা চালায়। বিবিসি ওই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে নিয়ে আসে। এ ঘটনায় জখম হয়েছেন ১০ জন পুলিশকর্মী।

এমন পরিস্থিতির মধ্যে গোটা ব্রিটেন জুড়ে দোকানপাট লুঠ চালানো হয়। সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, পুলিশের উপর আন্দোলনকারীরা যে হামলা চালিয়েছে তাতে অনেক পুলিশ আহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, অ্যাক্সেল রুডাকুবানা নামক ১৭ বছর বয়সি এক কিশোরকে ছুরি দিয়ে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে, ছেলেটির জন্ম ব্রিটেনেই। শেষ ১৩ বছর পর এমন ভয়নক দাঙ্গা দেখল ব্রিটেন।

Related Articles