বাংলাদেশে কমবে বৃষ্টিপাত, বাড়তে পারে দৈনিক তাপমাত্রা
Rainfall will decrease in Bangladesh, daily temperature may increase

Truth Of Bengal : দেশের অনেক জায়গাতেই ২৪ ঘণ্টায় বৃষ্টি আগের থেকে অনেকটাই কমেছে। আরও কমবে বলেও জানা যাচ্ছে। বুধবার বেশ কিছু জায়গাতে ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেও জানা যাচ্ছে। এর আগে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছিল পরে যদিও তা অনেকটাই কেটেছে।
বুধবার সকালে আবহাওয়া দফতরের তরফে এক সংবাদমাধ্যমকে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও খুলনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানা গেছে। তবে সার্বিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে।বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে বলেও জানা গিয়েছে। বৃষ্টিপাত কমে গেলেও তপমাত্রা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে। নোয়াখালীতে বৃষ্টির পরিমাণ প্রায় ৩৬ মিলিমিটার।
অপরদিকে এর আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল যশোরে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় ৮৪ মিলিমিটার। আর বৃষ্টির পরিমাণ এতটা বেড়ে যাওয়ায় ও উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যার জলে ভেসে গিয়েছে। বন্যার কবলে পড়ে ওই জায়গাগুলির বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।